X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ফেরত পাঠাতে মিয়ানমার সীমান্তে ৭ রোহিঙ্গাকে আনলো ভারত

বিদেশ ডেস্ক
০৩ অক্টোবর ২০১৮, ২০:০৮আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ২০:২২

ভারতে সাত রোহিঙ্গাকে বাসে করে সীমান্তে নিয়ে গেছে দেশটির পুলিশ। সেখান থেকে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে। এই সাতজন ২০১২ সাল থেকে অনুপ্রবেশের দায়ে কারাভোগ করছিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ফেরত পাঠাতে মিয়ানমার সীমান্তে ৭ রোহিঙ্গাকে আনলো ভারত

গত বছরের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় সাত লাখের মতো মানুষ। সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে বিভিন্ন সময় ভারতেও আশ্রয় নিয়েছে অনেক রোহিঙ্গা। এখনও দেশটিতে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী সরকার রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী উল্লেখ করে বলেন, তারা নিরাপত্তার জন্য হুমকি। আসামের অতিরিক্ত পুলিশ মহাপরিচালক ভাস্কর জ্যোতি মহন্ত বলেন, বৃহস্পতিবার সকালেই এই সাত রোহিঙ্গাকে মিয়ানমার কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। েএটি নিয়মমাফিক কর্মকাণ্ড বলেও দাবি করেন তিনি।

তবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এক কর্মকর্তা বলেন, রোহিঙ্গাদের এই জোরপূর্বক প্রত্যাবাসন আন্তর্জাতিক আইন বিরোধী। বণর্বাদ বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টেনদায়ী আচিউম বলেন, ভারতীয় সরকার আন্তর্জাতিক আইন সম্পর্কে অবগত এবং তাদের এটা মানতে হবে।কাঠামোবদ্ধ বৈষম্য, হত্যা, বিদ্বেষ ও নিপীড়নের শিকার হয়ে এই মানুষগুলো পালিয়ে এসেছে। তাদের অবশ্যই নিরাপত্তা দিতে হবে।

মিয়ানমারের সরকারি মুখপাত্র হাও তায়ের সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য যোগাযোগ করলেও কিছু জানতে পারেনি রয়টার্স। গত মাসেই তিনি জানিয়ে দেন যে এই ইস্যুতে সংবাদমাধ্যম কোনও কথা বলবেন না।

গত বছর ভারতে অবস্থানকারী সব রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারত। তবে বিষয়টি নিয়ে আদালতে রিট হলে মানবিক দিক বিবেচনা করে তাদের না তাড়ানোর রায় হয়।

/এমএইচ/
সম্পর্কিত
কেক কেটে আর কাচ্চি বিরিয়ানিতে বন্ধুত্বের উদযাপন দিল্লি ও ঢাকার
শ্রীলঙ্কায় গভীর সমুদ্রবন্দর ও বিমানবন্দর তৈরি করবে চীন
কেজরিওয়ালের গ্রেফতার নিয়ে মার্কিন মন্তব্যে আপত্তি ভারতের
সর্বশেষ খবর
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’