X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পশ্চিমবঙ্গে অবৈধ ভিওআইপি, এক বাংলাদেশিকে আটকের দাবি

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০১৮, ০২:৩৩আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ০২:৪৪
image

অবৈধ ভিওআইপি ব্যবসার দায়ে পশ্চিমবঙ্গের চন্দননগর থেকে এক বাংলাদেশিসহ বেশ কয়েকজনকে আটক করেছে সে দেশের সিআইডি। গ্রেফতারকৃতদের কাছ থেকে ভুয়া পাসপোর্ট, সিমকার্ড ও সিমবক্স উদ্ধার করা হয়েছে। পশ্চিমবঙ্গভিত্তিক সংবাদপত্র আনন্দবাজার জানিয়েছে, বেআইনি ফোনকল ব্যবসার পাশাপাশি তাদের জঙ্গি সংশ্লিষ্টতাও আছে কিনা তা তদন্ত করে দেখা হবে। পশ্চিমবঙ্গে অবৈধ ভিওআইপি, এক বাংলাদেশিকে আটকের দাবি

সোমবার পিন্টু, দাদপুরের আশিস পাল, চুঁচুড়ার শুভেন্দু ঘোষ ও বাংলাদেশি নাগরিক মোহাম্মদ সরোবর জাহানকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ রাজ্য সিআইডি। মঙ্গলবার চন্দননগর আদালত অভিযুক্তদের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। লোকাল ফোন কলের খরচে বিশ্বের যে কোনও প্রান্তে কথা বলার সুযোগ দিয়ে চন্দননগরের জনবহুল এলাকায় ব্যবসা চালাচ্ছিল অভিযুক্তরা। এ কাজে  বেনেপুকুর চাঁদনি এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া করেছিল পিন্টু দাস। ফ্ল্যাটের মালিক নীলাঞ্জন ভট্টাচার্যের দাবি, সাত মাস আগে তিন বছরের জন্য মাসিক ৭৫০০ টাকার চুক্তিতে ফ্ল্যাটটি ভা়ড়া দিয়েছিলেন তিনি। কিছুদিন পর সেখানে কল সেন্টার খোলা হয়। গত বৃহস্পতিবারও সেখানে কিছু যন্ত্রপাতি নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে পশ্চিম বাংলার রাজ্য গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম শাখার কাছে অভিযোগ এসেছিল আগেই। রবিবার রাতে বাংলাদেশ থেকে ব্যবসা দেখতে সেখানে গিয়েছিল সরোবর জাহান। গোপন সূত্রে সে খবর পেয়েই সিআইডি অভিযান চালায়।

সোমবার রাতে ওই ফ্ল্যাটে হানা দিয়ে এক বাংলাদেশি-সহ চার জনকে গ্রেফতার করে সিআইডি। ডিএসপি (সিআইডি) অনিমেষ ঘটক বলেছেন, ‘বেআইনিভাবে আন্তর্জাতিক কলকে লোকাল কলে পরিণত করে রাজস্ব ফাঁকি দেওয়া হতো। জঙ্গি সংগঠনের যোগসাজসের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ফ্ল্যাটটি সিল করা হয়েছে।’ পুলিশের সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট অবৈধ কল সেন্টারটি থেকে বাংলাদেশ, পাকিস্তান, যুক্তরাজ্য, মালয়েশিয়াসহ পৃথিবীর নানা প্রান্তে ফোন করা যেত কম খরচে। কল সেন্টারের রোজগার হতো প্রতি মিনিটে ৫৬ পয়সা।

 

/এএমএ/
সম্পর্কিত
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!