X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভারতের ফেরত পাঠানো সাত রোহিঙ্গার ভাগ্য নিয়ে উদ্বেগ জাতিসংঘের

বিদেশ ডেস্ক
০৫ অক্টোবর ২০১৮, ১৬:৫৫আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১৭:০৭

আশ্রয় নিতে ভারতে পালিয়ে আসা সাত রোহিঙ্গাকে মিয়ানমারের নিরাপত্তাবাহিনীর হাতে তুলে দেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। বৃহস্পতিবার ওই রোহিঙ্গাদের মিয়ানমারের কর্মকর্তাদের হাতে তুলে দেয় ভারতীয় কর্মকর্তারা। একদিনের মাথায় শুক্রবার বিষয়টি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানায় ইউএনএইচসিআর। ভারতের ফেরত পাঠানো সাত রোহিঙ্গার ভাগ্য নিয়ে উদ্বেগ জাতিসংঘের

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী সরকার রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী উল্লেখ করে তাদের ভারতের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করে আসছে। ২০১২ সাল থেকে অনুপ্রবেশের দায়ে ভারতে কারাভোগ করা সাত রোহিঙ্গাকে বাসে করে বৃহস্পতিবার সীমান্তে নিয়ে যায় দেশটির পুলিশ। আসামের অতিরিক্ত পুলিশ মহাপরিচালক ভাস্কর জ্যোতি মহন্ত বলেন, বৃহস্পতিবার সকালেই এই সাত রোহিঙ্গাকে মিয়ানমার কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। এটি নিয়মমাফিক কর্মকাণ্ড বলেও দাবি করেন তিনি।

শুক্রবার এসব রোহিঙ্গার নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের শরণার্থী সংস্থা ভারতীয় কর্তৃপক্ষের উদ্দেশে বলেছে, তাদের আইনি সহায়তা উপেক্ষার পাশাপাশি রাজনৈতিক আশ্রয়ের আবেদন মূল্যায়নের সুযোগ দেওয়া হয়নি। ফেরত পাঠানো এসব রোহিঙ্গা মিয়ানমার কর্তৃপক্ষের হাতে নির্যাতনের শিকার হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর রোহিঙ্গাদের বিরুদ্ধে পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় সাত লাখের মতো মানুষ। সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে বিভিন্ন সময় ভারতেও আশ্রয় নিয়েছে অনেক রোহিঙ্গা। এখনও দেশটিতে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তবে তাদের নিরাপত্তার জন্য হুমকি দিয়ে আসছে ক্ষমতাসীন বিজেপি সরকার।

/জেজে/এমপি/
সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা