X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জামিন মিললেও এখনই মুক্তি পাচ্ছেন না রাম রহিম

বিদেশ ডেস্ক
০৬ অক্টোবর ২০১৮, ১১:০৬আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ১১:১০

বিতর্কিত ভারতীয় ‘ধর্মগুরু’ গুরমিত রাম রহিম সিং জামিন পেয়েছেন। শুক্রবার হরিয়ানার একটি আদালত পুরুষ ভক্তদের নপুংসক করার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে জামিন দেন। তবে এক মামলায় জামিন মিললেও এখনই মুক্তি পাচ্ছেন না ধর্ষণ মামলায় ২০ বছরের কারাদণ্ড পাওয়া গুরমিত রাম রহিম সিং।

জামিন মিললেও এখনই মুক্তি পাচ্ছেন না রাম রহিম দুই হাজার নারীকে ধর্ষণ এবং ৪০০ পুরুষ ভক্তকে নপুংসক করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগে দায়েরকৃত মামলায় ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) তার বিরুদ্ধে অভিযোগপত্রও দিয়েছে।

সিবিআই জানিয়েছে, রাম রহিমের পুরুষ ভক্তদের নপুংসক করতেন পংকজ গর্গ ও এমপি সিং নামের ওই দুই চিকিৎসক। নপুংসক করে দেওয়া ভক্তদের নিয়ে একটি ‘খোজা বাহিনী’ তৈরি করেন রাম রহিম। নিজের নারী ভক্তদের পাহারা দেওয়াই ছিল তাদের কাজ।

গুরমিত রাম রহিম সিং-এর ধর্মীয় সম্প্রদায়ের নাম রাখা হয়েছে তার হরিয়ানার আশ্রমের নাম অনুসারে। এ সম্প্রদায়ের নাম ‘ডেরা সাচ্চা সৌদা’। এ সম্প্রদায়ের অনুসারীর সংখ্যা পাঁচ কোটি। ২০১৭ সালের ২৮ আগস্ট ধর্ষণের দায়ে ভারতের আদালত রাম রহিমকে ২০ বছরের কারাদণ্ড দিলে দেশটির পাঁচ রাজ্যে তার অনুসারীদের সহিংসতায় ৪১ জন নিহত হন।

উল্লেখ্য, ভারতের গত বিধানসভা নির্বাচনে বিজেপি-র প্রতি সমর্থন দিয়েছিলেন গুরমিত রাম রহিম সিং। বিজেপির অনেক নেতা-মন্ত্রী-সংসদ সদস্যই ওই ধর্মগুরুর সঙ্গে ঘনিষ্ঠতার কথা সামাজিক মাধ্যমে নানা সময়ে প্রকাশ করেছেন। ভারতের অজস্র গডম্যান বা ধর্মগুরুর মধ্যে রাম রহিম ব্যতিক্রম। তিনি একাধারে ধর্মপ্রচারক, সমাজ সংস্কারক, গায়ক, সিনেমার নায়ক ও পরিচালক। সেই সব চলচ্চিত্রে নানা রকম স্টান্ট দেখান তিনি। হরিয়ানার সিরসায় তার ডেরা সাচ্চা সৌদা আশ্রমের প্রাঙ্গণে নিয়মিত বসে পপ কনসার্ট। সেখানে গান রাম রহিম সিং নিজেই। তার তুমুল জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 'ইউ আর মাই লাভ চার্জার’।

'এমএসজি: মেসেঞ্জার অব গড সিরিজে'র যে সিনেমাগুলোতে বাবা রাম রহিম নিজেই নায়ক গুরুজির অভিনয় করেছেন, হাজার হাজার গাড়ির কনভয় নিয়ে সেই ছবি দেখতে এসে তার ভক্তরা একাধিকবার দিল্লির কাছে গুরগাঁও অচল করে দিয়েছেন! শিখ, হিন্দু, মুসলিম সব ধর্মের চেতনার মিশেলে তৈরি হয়েছে তার ধর্মীয় সম্প্রদায় ‘ডেরা সাচ্চা সৌদা’। সূত্র: এনডিটিভি, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা