X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

আমার পোশাক নয়, কাজের দিকে নজর দিন: মেলানিয়া

বিদেশ ডেস্ক
০৭ অক্টোবর ২০১৮, ১৩:১৪আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ১৫:০৩

যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প লোকজনকে তার পোশাকের চেয়ে বরং কাজের দিকে বেশি নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার ভাষায়, ‘আশা করি মানুষ আমি কী পরছি তার চাইতে আমার কাজের দিকে বেশি মনোযোগ দেবেন।’ আফ্রিকায় সিরিজ সফরের অংশ হিসেবে শনিবার মিসরে এসে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

আমার পোশাক নয়, কাজের দিকে নজর দিন: মেলানিয়া এর আগে কেনিয়ায় শিকার অভিযানে ১৯ শতকের পিথ হেলমেটের আদলে বানানো একটি টুপি পরে বিতর্কের মুখে পড়েন মেলানিয়া ট্রাম্প। ওই টুপির সঙ্গে ঔপনিবেশিক নিপীড়নের সম্পর্ক তুলে ধরে তার সমালোচনায় মুখর হন অনেকে। এমন সমালোচনার মুখেই শনিবার তার পোশাকের দিকে কম মনোযোগ দেওয়ার আহ্বান জানান মেলানিয়া।

মার্কিন ফার্স্টলেডি বলেন, তার ঘানা, মালাউয়ি, কেনিয়া ও মিসর সফরে বিশ্ববাসীর প্রতি বার্তা ছিল, ‘আমরা যত্ন নিই বা পরিচর্যা করি।’

ট্রাম্পের টুইটের সঙ্গে নিজের ভিন্নমতের কথাও জানান সাবেক এই স্টাইলিশ মডেল। তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি নিজে সবসময় তার স্বামী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব টুইটের সঙ্গে একমত পোষণ করেন না। নিজের অভিমত নিয়ে তিনি স্বামীর সঙ্গে কথা বলেন, যদিও ট্রাম্প সব সময় তার পরামর্শে কান দেন না।

মিসর সফরে মার্কিন সুপ্রিম কোর্টের ট্রাম্প মনোনীত নবনিযুক্ত বিচারক ব্রেট কাভানাহ’র প্রতিও নিজের সমর্থনের কথা জানান মেলানিয়া। যৌন নিপীড়নের অভিযোগ মাথায় নিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন ব্রেট কাভানাহ। তবে শেষ পর্যন্ত শনিবার তাকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে অনুমোদন দেয় মার্কিন সিনেট।

আফ্রিকা সফরকালে কেনিয়ার নাইরোবি ন্যাশনাল পার্কে সংরক্ষণ কর্মকাণ্ড দেখতে গিয়েছিলেন মেলানিয়া। একটি বাচ্চা হাতি তার দিকে তেড়ে এলে পিছু হটতে গিয়ে খুলে যায় তার পায়ের জুতো। এরপর হেসে ওঠেন তিনি। পরে পার্কে বেড়ে ওঠা দুটি বাচ্চা হাতিকে খাবার খাওয়ান। মার্কিন ফার্স্টলেডি হিসেবে এসব কর্মকাণ্ড সামাজিক মাধ্যমে প্রশংসিত হওয়ার কথা থাকলেও পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি।

আমার পোশাক নয়, কাজের দিকে নজর দিন: মেলানিয়া

সামাজিক মাধ্যমে মেলানিয়ার সমালোচনার কারণ মূলত পিথ হেলমেট নামের একটি টুপি। এই টুপির সঙ্গে ঔপনিবেশিক যোগসূত্র রয়েছে। ১৯ শতকে ইউরোপীয় খনি মালিকরা এই টুপি পরতেন। এতে তীব্র গরম থেকে রক্ষা পাওয়া যেত। পরে দ্রুতই তা স্থানীয় কমান্ডিং অফিসারদের উর্দিতে পরিণত হয়। এরাই স্থানীয় সেনাদের নেতৃত্বে ছিল। স্থানীয়দের কাছে এই টুপি হয়ে ওঠে নিপীড়নকারী এবং ঔপনিবেশিক শাসনের প্রতীক হিসেবে।

নাইরোবির এক ব্যক্তি পাউলিন ওয়ালো বলেন, আপনি যে পিথ হেলমেট পরেছেন তা অন্ধকার যুগে ঔপনিবেশিক শক্তি ব্যবহার করত। আমাদের আফ্রিকানদের সঙ্গে বিষয়টি মানায় না? কে আপনাকে এই পরামর্শ দিয়েছেন?

ইউসি রিভারসাইডের আফ্রিকান রাজনীতি বিশেষজ্ঞ কিম ডিওন বলেন, আফ্রিকা সফরে পিথ হেলমেট পরা মেলানিয়ার পোশাক পছন্দের চেয়ে বেশি কিছু। এটা হচ্ছে আফ্রিকা সম্পর্কে তার পুরনো ধারণার বহিঃপ্রকাশ। আমার পোশাক নয়, কাজের দিকে নজর দিন: মেলানিয়া

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত আফ্রিকা সফরে যাননি। ট্রাম্পের আগেই আফ্রিকা সফর করেন মেলানিয়া। মঙ্গলবার ঘানার রাজধানী আক্রায় একটি হাসপাতাল পরিদর্শনে যান তিনি। দেখা করেন মা ও নবজাতকদের সঙ্গে। কেনিয়ায় ছিল তার তৃতীয় বিরতি। ন্যাশনাল পার্ক ছাড়াও তিনি একটি এতিমখানা পরিদর্শন করেন এবং শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা দেখেন। সূত্র: রয়টার্স, স্কাই নিউজ।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে সংযমের আহ্বান ইরাকি নেতার
আদালতে হাজির হয়ে ট্রাম্প বললেন, ‘এটি কেলেঙ্কারির বিচার’
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সর্বশেষ খবর
বিশ্বকাপ নিয়ে বেশি মাতামাতি না করতে শান্তর অনুরোধ
বিশ্বকাপ নিয়ে বেশি মাতামাতি না করতে শান্তর অনুরোধ
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
দুর্গাসাগরে ডুবে পুণ্যস্নানে আসা কলেজছাত্রের মৃত্যু
দুর্গাসাগরে ডুবে পুণ্যস্নানে আসা কলেজছাত্রের মৃত্যু
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০