X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাজ্যে স্কুলগামী মেয়েদের এক তৃতীয়াংশই যৌন নিপীড়নের শিকার

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০১৮, ১৩:৪০আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৩:৪৯

স্কুল ড্রেস পরিহিত থাকা অবস্থাতেই যুক্তরাজ্যের প্রতি তিনজনের একজন মেয়ে প্রকাশ্যে যৌন নিপীড়নের শিকার হয়। পুরুষের অনাকাঙ্ক্ষিত যৌন-দৃষ্টির সংস্পর্শে আসতে বাধ্য হয় ওই মেয়েদের দুই-তৃতীয়াং। শিশু অধিকার  নিয়ে কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান ‘প্ল্যান ইন্টারন্যাশনাল ইউকে’ তাদের নতুন গবেষণা প্রতিবেদনে এই দাবি করেছে।  স্কুলগামী এক হাজার মেয়ের ওপর জরিপ পরিচালনার পাশাপাশি শিক্ষাবিদদের সাক্ষাৎকারের ভিত্তিতে এই অনুমান হাজির করেছেন তারা। প্রতিষ্ঠানটি বলছে, অনেক মেয়েই রাস্তা-ঘাটে হয়রানির ঘটনাকে নিজেদের বেড়ে ওঠার অপরিহার্য একটি অংশ বলে মনে করছে। প্রতিবেদনে হয়রানির ঘটনার সময় সেখানে উপস্থিত ব্যক্তিদের তা প্রতিহত করার আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাজ্যে স্কুলগামী মেয়েদের এক তৃতীয়াংশই যৌন নিপীড়নের শিকার

প্রতিবেদনটি তৈরির জন্য প্ল্যান ইন্টারন্যাশনাল এক হাজারের বেশি কিশোরী ও ১৪-২১ বছর বয়সী তরুণ নারীদের ওপর জরিপ চালিয়েছে। এছাড়া এ বিষয়ে মেয়েদের পাশাপাশি শিক্ষাবিদদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। গবেষণার ফলাফলে দেখা গেছে, জরিপে অংশ নেওয়া মেয়েদের ৬৬ শতাংশই  প্রকাশ্যে অনাকাঙ্ক্ষিত যৌন নিপীড়ন অথবা পুরুষের যৌন হয়রানিমূলক দৃষ্টিভঙ্গির শিকার হয়েছে। ৩৫ শতাংশ মেয়ে স্পর্শ করা, ধরা বা এলোমেলো স্পর্শের মতো অনাকাঙ্ক্ষিত সংস্পর্শের শিকার হওয়ার কথা জানিয়েছে। স্পর্শ, তাকানো, কটূক্তি বা জোরে শিস দেওয়ার মতো যৌন হয়রানির শিকার হওয়ার কথা জানিয়েছে এক তৃতীয়াংশের বেশি মেয়ে। এদের এক-চতুর্থাংশ  জানিয়েছে, অনুমতি না নিয়েই অপরিচিত লোকজন তাদের ছবি তুলেছে নয়তো ভিডিও করেছে।  জরিপে অংশ নেওয়া ৮ বছর বয়সী মেয়েও যৌন হয়রানি থেকে রেহাই পায়নি।

প্রতিবেদনে বার্মিংহামের ১৯ বছর বয়সী তরুণী মালিকাহসহ আরও বেশ কয়েকজনের সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে। মালিকাহ জানান, একদিন একা একা হাটার সময় একটি কারের মধ্যে বসে কেউ একজন তার পিছু নিয়েছিল। তিনি বলেন, ‘আমার ফোন তখন বন্ধ ছিল কিন্তু আমি এমন ভাব করে ফোনে কথা বলি যাতে মনে হয়, কিছুক্ষণের মধ্যেই আমার বাবা এসে আমাকে নিয়ে যাবেন।’ তিনি বলেন, ‘এখন আমার বাড়ি ফেরা ও সন্ধ্যার পর বাইরে যাওয়ার বিষয়ে বাবা-মা বেশি সচেতন থাকে।’ ১৮ বছর বয়সী আরেক মেয়ে মনে করছেন, প্রকাশ্যে হয়রানির বিষয়টিকে তরুণদের পুরুষালি সংস্কৃতির অংশ। ওই মেয়ের বাবাও তাকে বলেছেন, ‘তুমি জানো যে, পুরুষরা এমনই।’১৭ বছর বয়সী আরেক তরুণী বলেছে, এটা এখনতার কাছে স্বাভাবিক হয়ে গেছে।

গবেষণাকারী দাতব্য প্রতিষ্ঠান এ ধরনের প্রকাশ্য হয়রানিকে ‘লৈঙ্গিক সহিংসতা’ হিসেবে ঘোষণা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। যৌন হয়রানি ‘ঠিক নয়’ এমন বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য জনসচেতনতামূলক প্রচারাভিযান চালানোর পরামর্শ দিয়েছে তারা। সেইসঙ্গে প্রত্যক্ষদর্শীরা কিভাবে নিরাপদে এসব ঘটনার প্রতিবাদ করতে পারেন তার প্রশিক্ষণের ব্যবস্থা, কিশোর ও পুরুষদের নিজেদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও হয়রানি প্রতিহত করতে সহায়তা করা, তরুণ জনগোষ্ঠীকে সম্পর্ক ও যৌন বিষয়ে সচেতনতামূলক শিক্ষা দেওয়ারও সুপারিশ করেছে ওই গবেষণা সংস্থা। এর পাশাপাশি প্রকাশ্য পাবলিক পরিসরে কাজ করা বাসচালক ও দোকান কর্মচারীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে হয়রানি প্রতিরোধের প্রশিক্ষণ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

গবেষণাকারী প্রতিষ্ঠান প্ল্যান ইন্টারন্যাশনাল ইউকে’র প্রধান নির্বাহী টানয়া ব্যারোন বলেন, দুঃখজনক ও গভীর উদ্বেগের বিষয় যে, স্কুলপড়ুয়া মেয়েরাও যৌন হয়রানির শিকার হচ্ছে। তিনি বলেন, ‘১২ বছর বয়সী একটি মেয়েকে প্রকাশ্যে শিস দেওয়া হবে, ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করা হবে, বাজে দৃষ্টিতে তাকানো হবে বা পিছু নেওয়া হবে, এটা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।’ তিনি আরও বলেন, ‘এই লজ্জাজনক আচরণের বিরুদ্ধে স্বোচ্চার হতে হবে এবং তা বন্ধ করতে হবে।’


/আরএ/বিএ/
সম্পর্কিত
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়