X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ভারতের জয়পুরে জিকা ভাইরাসে আক্রান্ত ২৯, বিহারেও সতর্কতা জারি

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০১৮, ১৬:৪৭আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৬:৫৪
image

ভারতের রাজস্থানের জয়পুরে জিকা ভাইরাস আক্রান্ত ২৯ জন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। বিহারেও জারি করা হয়েছে সতর্কতা। এ ঘটনায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয়। তাছাড়া কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি দলও ঘটনাস্থলে গেছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই; পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।  

এডিস প্রজাতির মশা থেকে জিকা ভাইরাস ছড়ায়

এডিস প্রজাতির মশা থেকে জিকা ভাইরাস মানুষের দেহে ছড়িয়ে থাকে। জ্বর, জয়েন্ট পেইনসহ ছোটখাটো কিছু শারীরিক অসুস্থতা দেখা দেয় এ ভাইরাসের কারণে। আবার তা এক সপ্তাহের কম সময়ের মধ্যে সেরেও যায়। তবে বিপত্তি তৈরি হয় গর্ভবতী নারীদের ক্ষেত্রে।২০১৫ সালে ব্রাজিলে মাইক্রোসেফালি বা অস্বাভাবিক আকৃতির মাথা নিয়ে শত শত শিশুর জন্ম হয়। মশাবাহিত ভাইরাস জিকাকে এ ধরণের শিশু জন্মানোর কারণ বলে সেসময় জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। মাইক্রোসেফালি থাকলে মস্তিষ্কের আকার স্বাভাবিকের চেয়ে অনেক ছোট হয়। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ হয় না।  গত বছর  ভারতের তামিলনাড়ু ও গুজরাটে শনাক্ত হয়েছিল জিকা ভাইরাস। আর এবার জিকা ভাইরাস আক্রান্ত ২৯ জন রোগী শনাক্ত হলো জয়পুরে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর এক নারীর শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়। এরপর পরীক্ষার জন্য আরও বেশ কয়েকজনের রক্ত পুণের একটি গবেষণা কেন্দ্রে নেওয়া হয়। এর মধ্যে ২৯ জনের শরীরে জিকা ভাইরাস পাওয়া গেছে। 

একইসঙ্গে বিহারের পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।  রাজস্থানে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের মধ্যে বিহারের এক বাসিন্দা আছেন।  আগস্ট মাসে বাড়িতে গিয়েছিলেন তিনি। তাই সে রাজ্যের ৩৮টি জেলাতেই সতর্কতা জারি হয়েছে। তার পরিবারের সদস্যদেরকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।  

সংক্রমণের আশঙ্কায় জিকা আক্রান্তদেরকে হাসপাতালে অন্যদের থেকে আলাদা করে রাখা হয়েছে বলে জানিয়েছে রাজস্থানের স্বাস্থ্য দফতর। ঘটনাস্থলে কাজ করছে কেন্দ্রীয় সরকারের সাত সদস্যবিশিষ্ট দল। কন্ট্রোল রুম খুলে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হচ্ছে। এছাড়া চিকিৎসাকর্মীদের ১৭৯টি দলও মোতায়েন রয়েছে।

/এফইউ/
সম্পর্কিত
অর্থনীতি চাঙা করতে গাঁজা চাষে ঝুঁকছে পাকিস্তান
নিজ্জার হত্যা: কানাডার আদালতে হাজির অভিযুক্ত তিন ভারতীয়
কাঁটাতার পেরিয়ে ভোট দিলেন তারা
সর্বশেষ খবর
ছয় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা
ছয় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা
কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক গ্রেফতার
কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক গ্রেফতার
করোনার টিকা প্রত্যাহার করবে অ্যাস্ট্রাজেনেকা
করোনার টিকা প্রত্যাহার করবে অ্যাস্ট্রাজেনেকা
কেন্দ্রে দায়িত্বে থাকা দুজনের কাছে পাওয়া গেলো ৫০ হাজার টাকা, ব্যালটে ৩০০ জাল ভোট
কেন্দ্রে দায়িত্বে থাকা দুজনের কাছে পাওয়া গেলো ৫০ হাজার টাকা, ব্যালটে ৩০০ জাল ভোট
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ