X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধে বৈশ্বিক প্রবৃদ্ধি কমবে: আইএমএফ

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০১৮, ২৩:৫৯আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ০০:১২

ইউরোপ ও চীনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধে বৈশ্বিক প্রবৃদ্ধি কমে যাবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির এক পূর্বাভাসে এমন সতর্ক বার্তা দেওয়া হলো।

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধে বৈশ্বিক প্রবৃদ্ধি কমবে: আইএমএফ পূর্বাভাসে বলা হয়, পাল্টাপাল্টি কর আরোপের নীতি পৃথিবীকে আরও দরিদ্র করে তুলবে। এটি বিশ্বকে মারাত্মক ক্ষতির দিকে ঠেলে দেবে। বিশ্বের অর্থনীতিকে হুমকিতে ফেলবে।

আইএমএফের প্রধান অর্থনীতিবিদ মরিস ওবসফেল্ড বলেন, এই ব্যবস্থা বিশ্ব রাজনীতি এবং বৃহত্তর অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে, যার পরিণতি হবে খুবই ভয়াবহ।

বাণিজ্য ঘাটতি কমাতে গিয়ে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়েছে এমন এক যুদ্ধে যাতে তার জয় অনিশ্চিত। বিশ্বজুড়ে বিভিন্ন পণ্যের ওপর মার্কিন শুল্ক আরোপ ও তার পাল্টা জবাব হিসেবে মার্কিন পণ্যে অন্যদের শুল্ক আরোপের ঘটনার মধ্য দিয়ে যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে তাতে কে জিতবে তা নিশ্চিত নয়। বিশ্লেষকরাও মনে করেন, এ যুদ্ধে হারবে সবাই।

গত মার্চের ৯ তারিখে ট্রাম্প ইস্পাতের ওপর ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেন, যার আওতায় কানাডা-যুক্তরাজ্যের মতো দেশের পাশাপাশি আসে চীনও। যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির মাত্র ছয় শতাংশ চীন থেকে যেত। তারপরও চীন মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়। ২৭০ কোটি ডলারের চীনা ইস্পাত ও অ্যালুমিনিয়াম রফতানির ওপর মার্কিন শুল্ক আরোপের জবাবে চীন ২৪০ কোটি ডলারের মার্কিন রফতানি পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেয়।

জুনের ১৫ তারিখে যুক্তরাষ্ট্র আবার চীনের রফতানি পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেয়। এবার ২৫ শতাংশ মার্কিন শুল্কের লক্ষ্যবস্তু হয় এক হাজার ১০০ চীনা পণ্য যার মূল্য পাঁচ হাজার কোটি ডলার। এসব পণ্যের মধ্যে অনেকগুলোই কাঁচামাল বা চূড়ান্ত পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদান। এর জবাবে চীনও পাঁচ হাজার কোটি ডলারের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে।

জুলাইয়ের ৬ তারিখ থেকে যুক্তরাষ্ট্র চীনের ৮১৮টি পণ্যে ২৫ শতাংশ হারে শুল্ক কর্তন শুরু করে। এর আওতায় থাকা মোট চীনা পণ্যের মূল্য তিন হাজার ৪০০ কোটি ডলার। চীনও তিন হাজার ৪০০ কোটি ডলারের মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করে। ২৩ আগস্ট যুক্তরাষ্ট্র ও চীন আবার পাল্টাপাল্টি শুল্ক আরোপ করে। এক হাজার ৬০০ কোটি ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র, যার হার ছিল ২৫ শতাংশ। জবাবে চীনও এক হাজার ৬০০ কোটি ডলারের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করে।

/এমপি/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা