X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ পাঠ্যক্রমে ঔপনিবেশিক ইতিহাস সংযোজনের দাবি

অদিতি খান্না, যুক্তরাজ্য
১২ অক্টোবর ২০১৮, ২৩:২৩আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ২৩:২৬

ব্রিটিশ পাঠ্যক্রমে দেশটির ঔপনিবেশিক ইতিহাস সংযোজনের দাবি উঠেছে। আর এমন দাবি জানিয়েছেন খোদ দেশটির বিরোধী দল লেবার পার্টির শীর্ষ নেতা জেরেমি করবিন। বর্ণবাদবিরোধী হিসেবে পরিচিত এই নেতা মনে করেন ব্রিটিশ উপনিবেশবাদের প্রভাব সম্পর্কে স্কুলগুলোতে পড়ানো উচিত। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। চলতি সপ্তাহেই নিজের এমন অবস্থানের কথা জানান তিনি।

ফাইল ছবি ১৯৪০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত যুক্তরাজ্যে পাড়ি দেওয়া অভিবাসীদের দেশটিতে উইন্ডরাশ জেনারেশন হিসেবে আখ্যায়িত করা হয়। ব্রিটিশ সরকারের অসামঞ্জস্যপূর্ণ অভিবাসন নীতির এদের অনেকেই দেশটিতে অবৈধ হিসেবে বিবেচিত হচ্ছিলেন। সম্প্রতি এমন অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়া নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড। ওই লক্ষ্যমাত্রা অনুযায়ী, আগামী কয়েক বছরে ১০ শতাংশের বেশি ‘অবৈধ অভিবাসী’কে যুক্তরাজ্য থেকে বের করে দেওয়ার পরিকল্পনা ছিল। এটি ফাঁস হওয়ার জেরে ব্যাপক সমালোচনার মুখে ২৯ এপ্রিল রাতে পদত্যাগে বাধ্য হন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান পাকিস্তানি বংশোদ্ভূত অভিবাসী পরিবারের সন্তান সাজিদ জাভিদ। অবৈধ অভিবাসীদের তাড়িয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়টি পরিচিতি পায় ‘উইন্ডরাশ কেলেঙ্কারি’ নামে।

১৯৭৩ সালের আগে কমনওয়েলথ নাগরিক হিসেবে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি দেওয়া অনেকেও এ উইন্ডরাশ কেলেঙ্কারির ঘটনায় বিপাকে পড়েছেন।

জেরেমি করবিন বলেন, উইন্ডরাশ কেলেঙ্কারির প্রেক্ষাপটে পাঠ্যপুস্তকে পরিবর্তন আনাটা এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। কমনওয়েলভুক্ত দেশগুলো থেকে যুক্তরাজ্যে পাড়ি দেওয়া লোকজনের ব্রিটিশ নাগরিকত্ব অন্যায্যভাবে প্রত্যাখ্যানের বিষয়টিও উল্লেখ করেন লেবার পার্টির এই শীর্ষ নেতা।

শিক্ষা বিষয়ক ট্রাস্ট চালুর পরিকল্পনা নিয়েও কথা বলেন জেরেমি করবিন। তার পরিকল্পনা অনুযায়ী, এ ব্যবস্থায় স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা দাসত্ব এবং দাস বাণিজ্য মোচনের সংগ্রামের প্রভাব সম্পর্কে জানতে পারবে।

জেরেমি করবিন বলেন, ‘আমাদের সমাজে ব্রিটিশ সাম্রাজ্য, উপনিবেশবাদ ও দাসত্বের ভূমিকা ও উত্তরাধিকার অনুধাবনের চেয়েও এটি (পাঠ্যক্রমে ব্রিটিশ উপনিবেশের ইতিহাস অন্তর্ভুক্ত করা) আরও বেশি গুরুত্বপূর্ণ।’

লেবার পার্টির এই শীর্ষ নেতা বলেন, আমাদের ইতিহাসে কালো ব্রিটিশদের অবদান রয়েছে। বর্ণবৈষম্যবিরোধী লড়াইয়েও তাদের অবদান রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ বিষয়টি অনুধাবন করা গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, জাতিগত পরিচয় এবং গায়ের রঙ-এর ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন তৈরির ঘোর বিরোধী লেবার নেতা জেরেমি করবিন। গত সেপ্টেম্বরে দলীয় এক অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন, লেবার পার্টি ক্ষমতায় যাওয়া মাত্রই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। লিভারপুলে দলীয় সম্মেলনে দেওয়া ভাষণে তিনি বলেন, দুই রাষ্ট্র ভিত্তিক সমাধান একটি বাস্তবতা। ফলে লেবার পার্টি ক্ষমতাগ্রহণের পরপরই যত দ্রুত সম্ভব ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। ওই সম্মেলনে ফিলিস্তিন ইস্যু, আবাসন ব্যবস্থা, স্কুল ব্যবস্থা ও উইন্ডরাশ প্রজন্মের সুবিচার সংক্রান্ত ইস্যুগুলো প্রধান্য পায়।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
সর্বশেষ খবর
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি