X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

জাতিসংঘে মার্কিন স্থায়ী প্রতিনিধি হতে অনিচ্ছুক দিনা হাবিব পাওয়েল

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০১৮, ২৩:২৫আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ১৩:২৭
image

গোল্ডম্যান স্যাক্সের কর্মকর্তা দিনা হাবিব পাওয়েল জাতিসংঘে সম্ভাব্য মার্কিন স্থায়ী প্রতিনিধি হিসেবে বিবেচিত হতে অস্বীকৃতি জানিয়েছেন। সংশ্লিষ্ট একটি সূত্র বৃহস্পতিবার নিশ্চিত করেছে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য নতুন প্রতিনিধি হিসেবে যাদেরকে বিবেচনা করা হচ্ছে, দিনা চান না সেসব প্রার্থীদের একজন হিসেবে তাকে বিবেচনা করা হোক। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিজের অপারগতার কথা সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন পাওয়েল। জাতিসংঘে মার্কিন স্থায়ী প্রতিনিধি হতে অনিচ্ছুক দিনা হাবিব পাওয়েল

পাওয়েল গোল্ডম্যান স্যাক্স নামের বহুজাতিক মার্কিন বিনিয়োগ ব্যাংকের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা। তিনি ট্রাম্প প্রশাসনের শুরুর দিকে হোয়াইট হাউস কাজ করেছেন। ২০১৮ সালে তিনি আবার গোল্ডম্যান স্যাক্সে ফেরেন। পাওয়েল সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের আমলে শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সহকারী সচিব, পাবলিক অ্যাফেয়ার্স ও পাবলিক ডেমোক্রেসি বিষয়ক উপসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে তিনি জাতীয় নিরাপত্তা বিষয়ক ডেপুটি সেক্রেটারি ছিলেন। ট্রাম্পের অর্থনৈতিক নীতির বিষয়েও তিনি উপদেষ্টা হিসেবে ভূমিকা রেখেছেন।

নতুন নিয়োগের প্রেক্ষিত তৈরি হয়েছে জাতিসংঘে সর্বশেষ নিয়োজিত থাকা স্থায়ী প্রতিনিধি নিকি হ্যালির পদত্যাগের কারণে। গত মঙ্গলবার (৯ অক্টোবর) হ্যালি আকস্মিকভাবে পদত্যাগ করেন।  ২০১৮ সালের জানুয়ারিতে জাতিসংঘে মার্কিন স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। ট্রাম্প প্রশাসনের আমলে নিয়োগ পেলেও তিনি মন্তব্য করেছিলেন, ট্রাম্পের বেফাঁস মন্তব্যের কারণে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এখন হ্যালির পদে কাকে নিয়োগ দেওয়া হবে তা নির্ধারণে কাজ করেছে হোয়াইট হাউস।

রয়টার্স জানিয়েছে, হ্যালি আগে থেকেই জানিয়ে আসছিলেন, এ বছরের শেষ নাগাদ তিনি পদত্যাগ করবেন। তখন থেকেই ট্রাম্প জাতিসংঘে মার্কিন স্থায়ী প্রতিনিধি হওয়ার বিষয়ে পাওয়েলের সঙ্গে কথা বলা শুরু করেন। অন্যদিকে হোয়াইট হাউস তাকে মনোনয়ন দেওয়ার বিষয়ে কিছুটা দ্বিধাও ছিল সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের। সর্বশেষ ফোনে কথা বলে দিনা হাবিব পাওয়েল ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন, তিনি জাতিসংঘে মার্কিন স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেতে চান না।

/এএমএ/
সম্পর্কিত
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ইরানের ওপর আসতে পারে আরও নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে সংযমের আহ্বান ইরাকি নেতার
সর্বশেষ খবর
মহিলা সমিতি মঞ্চে ‘অভিনেতা’ ও ‘টিনের তলোয়ার’
মহিলা সমিতি মঞ্চে ‘অভিনেতা’ ও ‘টিনের তলোয়ার’
ইরানের ওপর নিষেধাজ্ঞা জোরদার করলো ইইউ
ইরানের ওপর নিষেধাজ্ঞা জোরদার করলো ইইউ
মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের, আছে শাস্তির বার্তাও
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের, আছে শাস্তির বার্তাও
সিংড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থীকে শোকজ, ইসিতে এসে জবাব দেওয়ার নির্দেশ
সিংড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থীকে শোকজ, ইসিতে এসে জবাব দেওয়ার নির্দেশ
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট