X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শান্তিচুক্তিতে মার্কিন দূতের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে তালেবান

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০১৮, ০২:২১আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ০২:৩১

আফগানিস্তানে শান্তি আলোচনা প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র নিযুক্ত বিশেষ দূতের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে তালেবান। শুক্রবার মার্কিন দূত জালমায় খালিজাদের সঙ্গে দেখা করেন তালেবান কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

শান্তিচুক্তিতে মার্কিন দূতের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে তালেবান

নাইন ইলেভেনের হামলার পর ২০০১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নির্দেশে আফগানিস্তানে মার্কিন অভিযান শুরু হয়। কিন্তু ১৭ বছরেও তারা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।আনুষ্ঠানিকভাবে ২০১৪ সালে আফগান তালেবানের বিরুদ্ধে ওই যুদ্ধ শেষ হলেও যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী এখনও সেখানে রয়ে গেছে। মার্কিন কর্তৃপক্ষের দাবি আফগান সেনাদের সহায়তা দিয়ে যাচ্ছে তাদের সেনারা। 

গত জানুয়ারিতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক জরিপে বলা হয়,আফগানিস্তানের প্রায় ৭০ ভাগ এলাকায় তালেবানদের তৎপরতা রয়েছে। আফগানিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে থাকে তালেবান। যুদ্ধের ইতি টানার জন্য যুক্তরাষ্ট্র তালেবান যোদ্ধাদের সঙ্গে একটি সমঝোতায় যেতে চাইছে। সমস্যা হচ্ছে তালেবানদের শর্ত নিয়ে। তালেবান যোদ্ধারা চায় সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে। আর যুক্তরাষ্ট্র চায়, তালেবান যোদ্ধাদের আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসাতে।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, আফগানিস্তানে ইস্যুতে দুই পক্ষই শান্তিপূর্ণ সমাধান খুঁজছি। ভবিষ্যতেও এমন আলোচনায় অংশ নিতে আমরা প্রস্তুত।

শনিবার কাবুলে পৌঁছেছেন খালিজাদ। সেখানে তিনি আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে দেখা করেন। তালেবানের সূত্র জানায়, দুই পক্ষই কঠিন শর্ততে পৌঁছেছে। দলের এক সিনিয়র সদস্য বলেন, ‘যুক্তরাষ্ট্রের আটজনের প্রতিনিধিদলের সঙ্গে এটা আমাদের পরিচয় পর্ব ছিলো।

নাম প্রকাশ না করার শর্তে আরেক তালেবান কর্মকর্তা বলেন, ‘দুই পক্ষই শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছে।’ তবে তালেবানের দাবি, আফগান সরকার কর্তৃক আটক সব তালেবান সেনাদের মুক্তি দিতে হবে এবং বিদেশি সেনা সরিয়ে নিতে হবে।

 

/এমএইচ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা