X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

দক্ষিণপন্থার বিরুদ্ধে জার্মানিতে লাখ লাখ মানুষের বিক্ষোভ

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০১৮, ১৭:৩৯আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১৭:৪৫

বিদেশিদের ভয় ও দক্ষিণপন্থার প্রভাবের বিরুদ্ধে জার্মানির রাজধানী বার্লিনে বিক্ষোভ করেছে কয়েক লাখ মানুষ। মানবাধিকার গ্রুপের আয়োজিত এই র‍্যালিতে বিক্ষোভকারীরা ‘অবিভাজ্য’ ও ‘বর্ণবাদের বিরুদ্ধে আমরা’ লেখা প্লাকার্ড বহন করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিনিধি বার্লিন থেকে জানিয়েছেন, র‍্যালিতে যোগ দেওয়া মানুষের সংখ্যা দেখে বিস্মিত হয়েছেন আয়োজকেরাও। হ্যাশটাগ আনটেলিবার (অবিভাজ্য) মুভমেন্টের ব্যানারে শনিবার এই বিক্ষোভ আয়োজন করা হয়। দক্ষিণপন্থার বিরুদ্ধে জার্মানিতে লাখ লাখ মানুষের বিক্ষোভ
২০১৫ সালে দেশটিতে দশ লাখেরও বেশি অভিবাসী প্রবেশের পর থেকে অভিবাসী বিরোধী দল অল্টারনেটিভ ফর জার্মানির (এএফডি) প্রতি সমর্থন বাড়তে থাকে। অভিবাসীদের প্রবেশ কমে গেলেও গত বছর দলটি প্রথমবারের মতো জার্মানির পার্লামেন্টে প্রবেশ করেই সবচেয়ে বড় বিরোধী দলে পরিণত হয়। রবিবারে অনুষ্ঠিতব্য দক্ষিণাঞ্চলীয় বাভারিয়া প্রদেশের নির্বাচনেও দলটি ভালো করবে বলে আশা করা হচ্ছে। অন্য অনেক কিছুর মধ্যে দক্ষিণপন্থী দল এফডির উত্থান, বিশেষ করে পূর্বাঞ্চলীয় জার্মানিতে দলটির শক্ত সমর্থন বাড়তে থাকার বিরুদ্ধেও এই বিক্ষোভ র‍্যালির আয়োজন করা হয়।

শনিবার বিক্ষোভকারীরা বার্লিনের কেন্দ্রস্থলের মধ্য দিয়ে র‍্যালি করে ব্রান্ডেনবার্গ গেটের দিকে এগিয়ে যায়। সোনালী পতাকা ও বাড়িতে বানানো ব্যানার নিয়ে শহরের মধ্য দিয়ে হেঁটে যায়। বিক্ষোভে যোগ দেওয়া অনেকেই বলছেন মানবাধিকার ও সহিষ্ণুতার পক্ষে লড়ছেন তারা, বিশেষ করে অভিবাসীদের জন্য। এক বিক্ষোভকারী বলেন, ‘আমরা অন্যদের সঙ্গে থাকছি না বলে আমার ভয় হয়। যাদের সত্যিই সাহায্য দরকার সেই সব মানুষদের যদি আমরা সহ্য করা বা তাদের ভারের বোঝাকে গ্রাহ্য করছি না বলেও আমি ভীত। কেউ শুধু বিরক্ত করতে এখানে আসেনি। আরেক নারী বলেন, ‘অনেকেই আছেন যারা মনে করেন তারা (অভিবাসীরা) মানবাধিকার লঙ্ঘন করতে পারে, সমতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে আরও অনেক কিছু করতে পারে। তবে এখন তাদের না বলার সময়। অনেকেই আছেন তারা শুধুমাত্র খোলামেলা আর খোলামেলা মনের অধিকারী হতে চান।’

এই গণবিক্ষোভের আনুষ্ঠানিক লক্ষ্য উন্মুক্ত সমাজ গড়ার পক্ষে প্রচার চালানো। ভিন্ন ভিন্ন এজেন্ডা আর রাজনৈতিক মতাদর্শ থাকা কয়েক শত গ্রুপ যৌথভাবে এই বিক্ষোভ আয়োজন করে। তবে বেশিরভাগ অংশগ্রহণকারী এক জায়গাতে একমত যে জার্মান রাজনীতি ও সমাজে দক্ষিণপন্থার প্রভাবে উদ্বেগ বাড়ছে।

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল শরণার্থীদের স্বাগত জানানোর তিন বছর পর অভিবাসন রাজনীতি নিয়ে এখনও ভিন্ন মত রয়ে গেছে। শনিবারের বিক্ষোভের আয়োজকেরা বলছেন দুই লাখ ৪০ হাজার মানুষ অংশ নিয়েছেন। পুলিশ বলছে অংশগ্রহণকারীদের সংখ্যা লাখ লাখের কম হবে না। হ্যাশটাগ আনটেলিবার (অবিভাজ্য) এর মুখপাত্র থেরেসা হার্টম্যান বলেছেন, তারা মাত্র ৪০ হাজার মানুষের অংশগ্রহণের আশা করেছিলেন।

 

/জেজে/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা