X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে ডেমোক্র্যাটঘেঁষা বললেন ট্রাম্প, পদত্যাগের গুঞ্জন

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০১৮, ১৫:৫৪আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৫:৫৭

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ‘ডেমোক্র্যাটঘেঁষা’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রভিত্তিক সম্প্রচার মাধ্যম সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাত্কারে এমন মন্তব্য করেন তিনি। তার পদত্যাগের সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন ট্রাম্প।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে ডেমোক্র্যাটঘেঁষা বললেন ট্রাম্প, পদত্যাগের গুঞ্জন রবিবার টেলিভিশনে সম্প্রচারিত ওই সাক্ষাত্কারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, তিনি ম্যাটিসের পদত্যাগ চান কি না। উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি হয়তো পদত্যাগ করবেন। প্রকৃতপক্ষে আমার কাছে তাকে ডেমোক্র্যাটঘেঁষা মনে হয়। তবে তিনি একজন ভালো মানুষ। তার সঙ্গে আমার চমৎকার সম্পর্ক রয়েছে। কোনও এক সময় তো প্রত্যেকেই চলে যায়।’

ট্রাম্প বলেন, দুই দিন আগেও আমরা একসঙ্গে দুপুরের খাবার খেয়েছি। তখন ম্যাটিস পদত্যাগ নিয়ে কোনও কথা বলেননি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি চারদিকে পরিবর্তন নিয়ে আসছি। এই অধিকার আমার রয়েছে। আমার কাছে অসাধারণ লোকজন প্রস্তুত আছেন। তারা প্রশাসনে যুক্ত হবেন। আমাদের মন্ত্রিসভা হবে মহান। এখানে কাউকে কাউকে নিয়ে আমি সন্তুষ্ট না। এমন কিছু লোকজন আমার হাতে আছেন, যাদের ব্যাপারে আমার অকল্পনীয় রকমের উত্তেজনা কাজ করছে।

বেশ কিছুদিন ধরেই অবশ্য ম্যাটিসের পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল। গত ৫ সেপ্টেম্বর নিউইয়র্ক টাইমসে একটি বেনামি উপসম্পাদকীয় প্রকাশের ঘটনায় তার নাম সামনে আসে। ওই লেখায় ট্রাম্পকে একজন অস্থির ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়। বলা হয়, 'প্রেসিডেন্ট হিসেবে তার ব্যবহার শুধু অস্বাভাবিকই নয়, বরং যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী। তার এমন কর্মকাণ্ডের ক্ষতিকর প্রভাব এড়াতে প্রশাসনের অভ্যন্তরে তৎপর রয়েছেন অনেক কর্মকর্তা। তাদেরই একজন এই বেনামি লেখক।'

এই উপসম্পাদকীয়ের লেখক কে, তা খুঁজে বের করতে মরিয়া হয়ে পড়েন ট্রাম্প। সম্ভাব্য লেখক হিসেবে প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস এবং চিফ অব স্টাফ জন কেলি’র নাম সামনে আসে। তবে পত্রিকায় প্রকাশিত লেখাটি আদৌ তাদের কিনা সেটি নিশ্চিত না হলেও ওই সময়েই ম্যাটিসের পদত্যাগের গুঞ্জন উঠেছিল।

/এমপি/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র থেকে পার্সেলে তরুণদের কাছে আসছে কোটি টাকার মাদক
গাজা নিয়ে মার্কিন ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় গণগ্রেফতার
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ‘বড় পরিবর্তন’ দেখছে না যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন
সোনার দাম ভ‌রিতে কমলো ৩ হাজার টাকা
সোনার দাম ভ‌রিতে কমলো ৩ হাজার টাকা
অস্ত্র লুটের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতাসহ আরও ৭ জন কারাগারে
অস্ত্র লুটের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতাসহ আরও ৭ জন কারাগারে
তিন গোলে জেতার আশা করেননি পুলিশের রোমানিয়ান কোচ
তিন গোলে জেতার আশা করেননি পুলিশের রোমানিয়ান কোচ
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ