X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মা হতে যাচ্ছেন প্রিন্স হ্যারির স্ত্রী মার্কেল

অদিতি খান্না, যুক্তরাজ্য
১৫ অক্টোবর ২০১৮, ১৭:৪৯আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৭:৫১

প্রথম সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন ইংল্যান্ডের সাসেক্সের ডিউক প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। সোমবার ইংল্যান্ডের কেনসিংটন রাজপ্রাসাদ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

মা হতে যাচ্ছেন প্রিন্স হ্যারির স্ত্রী মার্কেল

৩৪ বছর বয়সী  প্রিন্স হ্যারি গত মে মাসে ৩৭ বছর বয়সী সাবেক অভিনেত্রী মেগান মার্কেলকে বিয়ে করেন। তারা আগামী বছরের প্রথমার্ধেই নিজেদের প্রথম সন্তানের মুখ দেখতে পারবেন বলে আশা করছেন।

কেনসিংটন প্রাসাদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ২০১৯ সালের বসন্তেই কেনসিংটনের ডিউকের স্ত্রী একটি সন্তানের মুখ দেখার আশা করছেন।  বিবৃতিতে আরও বলা হয়, গত মে মাসে বিয়ের পর থেকে বিশ্বব্যাপী মানুষের কাছ থেকে পাওয়া সমর্থনকে তারা স্বাগত জানান। আর তারা সবার সঙ্গে এই খুশির খবরটি ভাগ করে নিতে পেরে আনন্দিত।

নতুন শিশুটি হবে রাণী দ্বিতীয় এলিজাবেথের নাতির সন্তান।  সে ব্রিটিশ সিংহাসনের সপ্তম উত্তরাধিকারী হবে। শুক্রবার রাণীর নাতনি প্রিন্সেস ইউজেনিয়ের বিয়ে উপলক্ষে ৯২ বছর বয়সী রাণীসহ রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যরা উইন্ডসোর প্রাসাদের একত্রিত হয়েছিলেন। সেখানেই রাণীসহ অন্যরা এই খবরটি জানতে পারেন। কেনসিংটন প্রাসাদের পক্ষ থেকে বলা হয়, রাণী এই খবর শুনে ‘আনন্দিত’ হয়েছেন।

শুক্রবারের ওই বিয়েতে মেগান মার্কেল একটি গাঢ় নীল রঙের কোট পরে প্রিন্স হ্যারির সঙ্গে উপস্থিত হয়েছিলেন। ওই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার সম্ভাব্য গর্ভধারণের গুঞ্জন চাউর হয়েছিল। প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল এখন অস্ট্রেলিয়া, ফিজি, নিউজিল্যান্ড ও টোঙ্গা সফরে রয়েছেন। এই দম্পতি প্রথম বিদেশ সফরে সিডনিতে পৌঁছানোর সময় মেগানের পেটের কাছের কাপড়ে দুটি বড় ভাজ পড়ায়ও তা গর্ভধারণের সন্দেহ আরও ঘনীভূত হয়েছিল।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মার্কেল মনে করেন তিনি তার গর্ভধারণের প্রথম ঝুঁকিপূণ ১২ সপ্তাহ পার করেছেন। ২০১৬ সালে এক সাক্ষাৎকারে মেগান মার্কেল বলেছিলেন, মা হওয়ার তার জীবনে সবচেয়ে আকাঙ্ক্ষিত বিষয়। তিনি বলেন, ‘আমি সঠিক সময়ে সন্তান নিতে দেরি করবো না।’ আর গত বছর এক সাক্ষাৎকারে প্রিন্স হ্যারি বলেছিলেন, ‘আপনারা জানেন আমি এক সময়ে একটি পদক্ষেপই নিই। আর আশা করছি, অদূর ভবিষ্যতে আমরা সন্তান নেব।’

/আরএ/
সম্পর্কিত
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
করোনার পরে মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পরে মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়