X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি নিহত

বিদেশ ডেস্ক
১৭ অক্টোবর ২০১৮, ১৪:১৯আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৪:২৫
image

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত তিনজন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এলাকা বীরসেবার একটি বাড়িতে চালানো রকেট হামলার জবাব দিয়েছে তারা।

গাজায় বিমান হামলার পর ধোঁয়া ওড়ার ছবি
শুক্রবার (১২ অক্টোবর) গাজার ইসরায়েল সীমান্তে নিয়মিত বিক্ষোভ করার সময় ইসরায়েলি বাহিনীর হামলায় ৭ ফিলিস্তিনি নিহত হয়। এরপর গাজা থেকে তেল আবিব লক্ষ্য করে রকেট হামলা হয়েছে বলে দাবি করে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর দাবি, এর জবাবে বুধবার সকালে গাজায় বিমান হামলা চালিয়েছে তারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার (১৭ অক্টোবর) সকালে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নাজি আহমদ আল জানিন নামে ২৫ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর এক টুইটার পোস্টে বলা হয়, ‘ভোর চারটার দিকে গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়, বীরসেবা এলাকার বাসিন্দারা তখন বোমামুক্ত আশ্রয়কেন্দ্রের দিকে দৌড়াতে শুরু করেন। আমরা ইসরায়েলের বেসামরিক জনগণকে সুরক্ষা দেব।’  

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা থেকে ছোড়া আরও একটি রকেট তেল আবিবের কাছে সাগরে পড়েছে বলে জানা গেছে। এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। কারা রকেটটি ছুড়েছে তা জানা না গেলেও এর জন্য হামাসকে দায করেছে ইসরায়েল। 

উল্লেখ্য, ফিলিস্তিনিদের নিজেদের ভূমি থেকে উচ্ছেদ করে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় জায়নবাদী রাষ্ট্র ইসরায়েল। ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। ফিলিস্তিনিরা চায় পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী বানাতে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের দখলদারিত্বকে স্বীকৃতি দেয় না। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধভাবে নির্মিত বসতিতে প্রায় ৬ লাখ ইসরায়েলি বসবাস করে। এই দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জনতার প্রতিরোধকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে আসছে ইসরায়েল। 

/এফইউ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
রেসিপি: মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক
রেসিপি: মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক
ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান পাকিস্তান ও ইরানের
ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান পাকিস্তান ও ইরানের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়