X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ক্রিমিয়ায় কলেজে বিস্ফোরণে নিহত ১৮

বিদেশ ডেস্ক
১৭ অক্টোবর ২০১৮, ১৯:১২আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৯:১৪

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ার একটি কলেজে বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এছাড়া ওই ঘটনায় অনেকেই আহত হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কের্চ শহরের একটি টেকনিক্যাল কলেজে ‘শনাক্ত না হওয়া একটি বিস্ফোরক ডিভাইস’ বিস্ফোরিত হলে এসব হতাহতের ঘটনা ঘটে। নিরাপত্তা কর্মকর্তারা একে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। বিস্ফোরণের পর কলেজটি ঘিরে ফেলে রুশ কর্তৃপক্ষ
আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের অংশ হলেও ২০১৪ সালে অঞ্চলটি দখল করে নেয় রাশিয়া। পরে এক ভোটের মাধ্যমে নিজেদের মধ্যে সংযুক্ত করে নিলেও আন্তর্জাতিক সম্প্রদায় ওই ভোটকে বিতর্কিত বলে আখ্যা দেয়। কের্চ শহরের সঙ্গে রাশিয়াকে যুক্ত করতে সম্প্রতি একটি সেতু নির্মাণ করেছে মস্কো।  বুধবার ওই শহরের একটি কলেজেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাশিয়ার ন্যাশনাল গার্ডের এক কর্মকর্তা বলেছেন, বিস্ফোরণের ঘটনাটি একটি সন্ত্রাসী কার্যক্রম। সের্গেই মেলিকভ নামের ওই কর্মকর্তা বলেন, একটি ইম্প্রোভাইসড বিস্ফোরক ডিভাইস দিয়ে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, হতাহতদের বেশিরভাগই টেকনিক্যাল কলেজটির শিক্ষার্থী। আহতদের উদ্ধার করে হাসপাতালে হাসপাতালে নেওয়া হয়েছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু বলেছেন, প্রয়োজন পড়লে আহতদের উদ্ধার করতে চারটি সামরিক বিমান প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে সামরিক হাসপাতালও।

তদন্তাকারীদের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ধাতব বস্তু’ ভর্তি বিস্ফোরক ডিভাইসটি কলেজের ডাইনিং এলাকায় বিস্ফোরণ ঘটানো হয়।

কলেজটির পরিচালক রুশ সংবাদমাধ্যমকে বলেছেন অপরিচিত সশস্ত্র ব্যক্তিরা ভবনে ঢুকে পড়ে। তবে ক্রিমিয়ার রুশ সমর্থিত নেতা সের্গেই আকসেনভ বার্তা সংস্থা তাসকে বলেছেন, ‘বিস্ফোরনের পর গোলাগুলির যে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তা সত্য নয়। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।  হতাহতদের স্মরণে তিনদিনের শোক ঘোষণা করেছেন তিনি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণের পর ওই এলাকার স্কুল এবং প্রাথমিক স্কুল খালি করে ফেলা হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা