X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

খাশোগি ‘হত্যা’র প্রধান সন্দেহভাজন কাজ করেছেন অস্ট্রেলীয় মেডিক্যাল ইনস্টিটিউটে

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০১৮, ১০:২৯আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১০:৩০

সৌদি আরবের নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগিকে নির্যাতন ও হত্যায় প্রধান সন্দেহভাজন ফরেনসিক বিশেষজ্ঞ সালাস মুহাম্মদ আল-তুবাইগি অস্ট্রেলিয়ার একটি মেডিক্যাল ইনস্টিটিউটে কাজ করেছেন। ভিক্টোরিয়ান ইনস্টিটিউট অব ফরেনসিক মেডিসিন নামের ওই প্রতিষ্ঠানে তিনি তিন মাস কাজ করেন। সেখানে তিনি কিভাবে ময়নাতদন্ত সম্পন্ন করা হয় তা পর্যবেক্ষণ করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

খাশোগি ‘হত্যা’র প্রধান সন্দেহভাজন কাজ করেছেন অস্ট্রেলীয় মেডিক্যাল ইনস্টিটিউটে

২ অক্টোবর তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশের পর আর দেখা যায়নি খাশোগিকে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে একটি রেকর্ড করা কথোপকথনের বরাত দিয়ে বলা হয়েছে, সৌদি আরবের সমালোচক খাশোগিকে হত্যা করেছে দেশটির একদল খুনী। তুর্কি কর্মকর্তারা এই কথোপকথন পেয়েছেন বলে খবরে উল্লেখ করা হয়েছে।

এই কথোপকথনে আল-তুবাইগিকে কথা বলতে শোনা গেছে। তুর্কি সূত্রের বরাতে বলা হয়েছে, খাশোগিকে জিজ্ঞাসাবাদের কোনও আলামত দেখা যায়নি। তাকে হত্যা করতেই স্কোয়াডটি এসেছিল। স্টাডি রুমের টেবিলে ওপর শুইয়ে খাশোগিকে জীবিত অবস্থায় কেটে টুকরো টুকরো করেন তুবাইগি। পুরো হত্যাকাণ্ডটি ঘটাতে সময় লেগেছে মাত্র সাত মিনিট। তুবাইগি যখন খাশোগিকে কাটতে শুরু করেন তখন তিনি ইয়ারফোনে উচ্চস্বরে গান শুনছিলেন। এছাড়া এ সময় তিনি তার সহকর্মীদেরও গান শুনতে উৎসাহ দেন। ওই রেকর্ডে তুবাইগিকে বলতে শোনা গেছে, ‘যখন আমি এ কাজ করি তখন গান শুনি। আপনাদেরও এটা করা উচিত।’

ভিক্টোরিয়ান ইনস্টিটিউট অব ফরেনসিক মেডিসিনের পরিচালক অধ্যাপক নোয়েল উডফোর্ড নিশ্চিত করেছেন ২০১৫ সালে আল-তুবাইগি তিন মাস সেখানে অবস্থান করেছেন। তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞরা সব সময়েই যান।

উডফোর্ড বলেন, যখন তিনি আমাদের ইনস্টিটিউটে আসেন তখন তার আগ্রহের জায়গা ছিল সিটি স্ক্যানিং। কারণ এটা সব মর্গ ও ফরেনসিক ইনস্টিটিউটে নেই। দুর্যোগের সময় যখন ময়নাতদন্ত প্রয়োজন হয় না তখন এই প্রযুক্তি কাজে লাগে। তার আগ্রহের কারণ সম্পর্কে তিনি বলেছিলেন, তিনি সৌদি আরবের দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্বে আছেন।  হজের সময় মুসল্লিদের মৃত্যুর নিয়েও আগ্রহের কথা জানিয়েছিলেন।

প্রতিবছর হজের সময় অনেক হজযাত্রীর মৃত্যু হয় পদদলিত হয়ে।

উডফোর্ড জানান, আল-তুবাইগি ময়নাতদন্ত পর্যবেক্ষণ করেন কিন্তু কখনও কাজে হাত লাগাননি।

ইনস্টিটিউটের সাবেক পরিচালক স্টিফেন কর্ডনার জানান, আল-তুবাইগির সফরের পৃষ্ঠপোষক ছিল সৌদি সরকার। সৌদি এই বিশেষজ্ঞ যুক্তরাজ্যেও প্রশিক্ষণ নিয়েছেন। তিনি বলেন, ডা. তুবাইগির কথা আমার মনে আছে। তিনি সৌদি আরবের শীর্ষ ফরেনসিক চিকিৎসক হয়েছে। তিনি সৌদি ফরেনসিক মেডিসিন কমিশনের প্রধান ছিলেন।

 

/এএ/
সম্পর্কিত
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির আলোচনা: উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল
সর্বশেষ খবর
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়