X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সবরিমালা মন্দিরে নারীদের প্রবেশে বাধা, কট্টোরপন্থীদের বিক্ষোভ

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০১৮, ১৪:৩২আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৪:৪২

ভারতের সুপ্রিম কোর্টের রায়ের পরও হিন্দুদের পবিত্র ধর্মীয় স্থান সবরিমালা মন্দিরে প্রবেশ করতে বাধার মুখে পড়েছে নারীরা। বুধবার সেখানে প্রবেশ করতে বাধা পেয়ে বিক্ষোভ দেখান নারীরা। বৃহস্পতিবার কেরালার শতাব্দী প্রাচীন মন্দিরটিতে প্রবেশ করতে গিয়েও বাধার মুখে পড়েছেন মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস’র দুই সাংবাদিক। ভারতের কট্টোরপন্থী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভগন্ত বলেছেন, সর্বোচ্চ আদালত রায় দেওয়ার ক্ষেত্রে মানুষের অনুভূতি বিবেচনায় নেয়নি। সবরিমালা মন্দিরে নারীদের প্রবেশে বাধা, কট্টোরপন্থীদের বিক্ষোভ
কেরালার পাহাড়ের ওপর অবস্থিত সবরিমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়স পর্যন্ত নারীরা প্রবেশ করতে পারতেন না। মূলত ঋতু চলাকালীন নারীদের মন্দিরে প্রবেশের অনুমতি ছিলো না। হিন্দু ধর্মানুযায়ী এই সময়ে নারীদেরকে অপরিচ্ছন্ন বিবেচনা করা হয়। ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নারীদের প্রবেশাধিকারের এই বয়সসীমা ‍তুলে নেয়।  তবে বুধবারও মন্দির দর্শনের মৌসুম শুরু হলেও সেখানে প্রবেশ করতে পারেননি নারীরা।

ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভির ওয়েবসাইটে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে নিউ ইয়কর্ টাইমসের দুই সাংবাদিক মন্দিরের পাম্বা গেট অতিক্রমের পর বিক্ষোভকারীদের বাধার মুখে পড়েন। দিল্লির বাসিন্দা সুসানি রাজ তার বিদেশি নাগরিক সহকর্মীকে নিয়ে সংবাদ সংগ্রহ করতে মন্দিরের ভিতরে যেতে চেয়েছিলেন। এনিডিটিভি জানিয়েছে, বিক্ষোভকারীরা মানব দেয়াল তৈরি করে তাদের ভেতরে প্রবেশে বাধা দেয়। এক প্রত্যক্ষদর্শী এনডিটিভিকে বলেন, বাধার মুখে পুলিশের সহায়তায় ফিরে যেতে বাধ্য হয় ওই দুই সাংবাদিক। ওই প্রত্যক্ষদর্শী বলেন, ভক্তদের ব্যাপক বিক্ষোভ ছিল সেটা। তাদের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে রাস্তায় বসে পড়ে বিক্ষোভকারীরা। তাদের ফিরে যাওয়া ছাড়া কোনও উপায় ছিল না আর তারা সেটাই করেছে।

বুধবার এবারের মন্দির দর্শনের মৌসুম শুরু হলেও নারীরা প্রবেশ করতে চাইলে বিক্ষোভের মুখে পড়েন। পুলিশ এবং প্রবেশ করতে চাওয়া নারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদমাধ্যমের গাড়ি ভাংচুর, সাংবাদিকদের ওপর হামলা ছাড়াও পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়।

ওই ঘটনার পর জেলা প্রশাসনের তরফ থেকে আগামী ২৪ ঘণ্টায় মন্দির এলাকার ৩০ কিলোমিটারের মধ্যে বড় জমায়েত নিষিদ্ধ করেছে। রাজ্যজুড়ে ধর্মঘট ডেকেছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।

এদিকে ভারতের কট্টোরপন্থী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগন্ত বৃহস্পতিবার বলেছেন, সবরিমালা মন্দিরে নারীদের প্রবেশাধিকার দেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট মানুষের অনুভূতি বিবেচনায় নেয়নি। তিনি দাবি করেন, বিপুল সংখ্যক নারীও এই রীতি মেনে নিয়েছেন। এীতহ্যবাহী বিজয়া দশমির ভাষণে মোহন ভগন্ত বলেন, ঐতিহ্যের এই রীতি সমাজ মেনে নিয়েছে আর বহু বছর ধরে তা মেনে আসাকে বিবেচনায় নেওয়া হয়নি। ধর্মীয় গোষ্ঠীর প্রধান আর কোটি কোটি ভক্তের বিশ্বাসকে বিবেচনায় নেওয়া হয়নি।

 

/জেজে/
সম্পর্কিত
মোদি ও রাহুলের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
উত্তাল চুয়েটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না