X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নির্বাচন ‘বিদেশিদের চক্রান্ত’, বর্জনের ডাক আফগান তালেবানের

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০১৮, ১৯:২৩আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ২২:১৯
image

আফগান তালেবান বৃহস্পতিবার দেশটির নাগরিকদের এ সপ্তাহে অনুষ্ঠিতব্য সংসদীয় নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছে। তাদের ভাষায় এ নির্বাচন ‘ইসলাম ও আফগানিস্তানের সংস্কৃতির বিরুদ্ধে বিদেশিদের একটি চক্রান্ত।’ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নির্বাচনকে সামনে রেখে এরকম বার্তা আগেও দিয়েছে জঙ্গি সংগঠনটি। বুধবার তারা স্কুল শিক্ষকদের হুমকি দিয়েছে নির্বাচনি কর্মকর্তার দায়িত্ব পালন না করতে। তালেবানের দাবি, অনুষ্ঠিতব্য নির্বাচনটির ‘ইসলামি ও সাংস্কৃতিক গ্রহণযোগ্যতা নেই বরং তা বিদেশিদের দখলদারিত্ব টিকিয়ে রাখার একটি কৌশল। নির্বাচনের বিরোধিতা করা আফগান ও মুসলমানদের জন্য কর্তব্য। প্রভাবশালী ব্যক্তি, ইমাম ও আদিবাসী নেতাদের উচিত জনগণকে নির্বাচন থেকে দূরে রাখা।’ নির্বাচন ‘বিদেশিদের চক্রান্ত’, বর্জনের ডাক আফগান তালেবানের

আগামী শনিবার আফগানিস্তানের সংসদের নিম্ন কক্ষের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আফগান সংসদের নিম্ন কক্ষে ২৪৯টি আসন। শিখদের জন্য আলাদা করে কিছু আসন সংরক্ষিত রয়েছে। দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কতটা সক্ষম হয়েছে তার একটি পরীক্ষা এই নির্বাচন। আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল কি হতে পারে তারও ধারণা পাওয়া যাবে এই নির্বাচন থেকে।

নির্বাচনি নিরাপত্তা নিশ্চিতের জন্য হাজার হাজার পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। তারপরও এরই মধ্যে ৯ জন প্রার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। নির্বাচনি সহিংসতায় আহত হয়েছে শত শত মানুষ। তাছাড়া অনেকে মনে করছেন, ভোট গ্রহণের দিন কেন্দ্রে হামলার ঘটনাও ঘটতে পারে। দেশটির নিরাপত্তা বাহিনীর ধারণা, ভোটের দিন সকালে হামলা চালিয়ে ত্রাসের সঞ্চার করতে পারে তালেবান, যাতে ভোটাররা ভয়ে ভোট কেন্দ্রে না যায়।

ভোট গ্রহণের মাত্র দুই দিন বাকি আছে আর। কিন্তু এখন পর্যন্ত প্রস্তুতি সম্পন্ন হয়নি। রাজনৈতিক দলগুলোর দাবির মুখে শেষ মুহূর্তে বায়োমেট্রিক ভোটিং সিস্টেম কেনা হলেও, দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে দুই দিনের মধ্যে সেগুলো বাসানো ও কার্যকর করাটা সম্ভব হবে কি না তা নিয়ে রয়েছে সংশয়। বিশাল মাত্রায় দুর্নীতির অভিযোগ ওঠায় নির্বাচনি আবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ৮৮ লাখ আফগান। কিন্তু অভিযোগ রয়েছে, এদের মধ্যে একটি বড় অংশই ভুয়া ভোটার।

সংসদীয় নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ডিসট্রিক্ট কাউন্সিল নির্বচানের, যদিও তা বাতিল করা হয়েছে। অন্যদিকে গজনীতে নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা নিয়ে সৃষ্ট বিতর্কে।

/এএমএ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা