X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

খাশোগি হত্যা: কে এই জেনারেল আল-আসিরি

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০১৮, ১৩:৩১আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ১৩:৩২

তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় মেজর জেনারেল আহমেদ আল-আসিরি নামের এক গোয়েন্দা কর্মকর্তাকে বহিষ্কার করেছে সৌদি আরব। সৌদি আরব জানিয়েছে, পুরো অভিযানের পরিকল্পনা ছিল সৌদি গোয়েন্দা সংস্থার উপ-পরিচালকের দায়িত্বে থাকা আসিরির।

মেজর জেনারেল আল-আসিরি

সৌদি সরকারের ঘোষণার আগেই মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল,  খাশোগি নিহত হওয়া নিয়ে একটি ব্যাখ্যা দাঁড় করিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ওই ব্যাখ্যায় দাবি করা হবে, জিজ্ঞাসাবাদের সময় এক গোয়েন্দা কর্মকর্তা ভুল করে খাশোগিকে হত্যা করেন। এবার সে কর্মকর্তার নামটিও প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সংশ্লিষ্ট আরও তিন সূত্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানায়, সৌদি যুবরাজের উচ্চ পর্যায়ের উপদেষ্টা মেজর জেনারেল আহমেদ আল আসিরির ওপর দায় চাপানোর পরিকল্পনা করেছে সৌদি কর্তৃপক্ষ।

আসিরিকে সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ বলে মনে করা হতো। গত বছর গোয়েন্দা সংস্থায় দায়িত্ব পালন শুরু করার আগে যুবরাজের উপদেষ্টা ছিলেন।

আল জাজিরার সাংবাদিক অ্যান্ড্রিউ সিমন্স জানান, সৌদি আরবের রাজ দরবারে আসিরি গুরুত্বপূর্ণ ও উচ্চ পদস্থ ব্যক্তি। রাজ পরিবার থেকে খাশোগি হত্যার আংশিক দায় তার ওপর চাপানো হয়েছে।

তুরস্কের সংবাদমাধ্যমে যে ১৫ সদস্যের হিট স্কোয়াডের পরিচয় প্রকাশ করা হয়েছে তাতে নেই এই মেজর জেনারেল। তুর্কি কর্মকর্তাদের ধারণা এই, হিট স্কোয়াডই খাশোগিকে হত্যা করেছে কনস্যুলেটের ভেতরে।

আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদমাধ্যমের মধ্যপ্রাচ্যের খবর সংগ্রহকারী সাংবাদিকদের কাছে আসিরি পরিচিত। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র হিসেবে তিনি পালনকালে সাংবাদিকদের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, খাশোগি হত্যার অভিযানটির দায়িত্বে ছিলেন আসিরি। যদিও সৌদি আরবের দাবি, খাশোগিকে রিয়াদে ফিরিয়ে আনতেই গিয়েছিল ১৫ সদস্যের দল। কিন্তু সেখানে কথা কাটাকাটি থেকে তা হাতাহাতিতে রূপ নেয়। এক পর্যায়ে একজন খাশোগির গলা চেপে ধরে। এতে শ্বাসরোধে তার মৃত্যু হয়।

তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, খাশোগির লাশ একজন ময়নাতদন্ত বিশেষজ্ঞ করাত দিয়ে টুকরো টুকরো করেন। এই কাজের জন্যই তাকে ইস্তানবুল আনা হয়েছিল। টুকরো করা লাশগুলো বড় স্যুটকেসে করে কনস্যুলেট থেকে বের করে নেওয়া হয়। লাশের সন্ধানে তুর্কি কর্তৃপক্ষ স্থানীয় একটি পার্ক ও জঙ্গলে অনুসন্ধান চালিয়েছে। তবে এই বিষয়ে কিছু এখনও জানায়নি তারা। সৌদি আরবও লাশের বিষয়ে কোনও ব্যাখ্যা দেয়নি।

 

 

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি