X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

খাশোগি খুনের পেছনে রয়েছে সৌদি যুবরাজ: সাবেক এমসিক্সটিন প্রধান

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০১৮, ২০:২৯আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ২২:০৮

সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পেছনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান রয়েছেন বলে অভিযোগ করেছেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমসিক্সটিন এর সাবেক প্রধান স্যার জন সাওয়ির। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’কে  সাওয়ির বলেন, এই হত্যাকাণ্ডে সৌদি সামরিক বাহিনীর দুর্বৃত্তদের দায়ী করার তত্ত্বটি বিশ্রী গল্প।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

গত ২ অক্টোবর খাশোগি নিখোঁজের পর থেকেই সৌদি আরব দাবি করে আসছিলো, তিনি ইস্তানবুলের সৌদি কনস্যুলেট থেকে বের হয়ে গিয়েছিলেন। শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রথমবারের মতো দেশটি স্বীকার করে, খাশোগিকে কনস্যুলেট ভবনের ভেতরেই হত্যা করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে বহিস্কারের কথাও জানায় দেশটি। সৌদি আরব যখন হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দেয়, রিয়াদ আর ইস্তাম্বুলে তখন মধ্যরাত। তুরস্কের এক কর্মকর্তা বলেছেন, আঙ্কারার দিক থেকে মন্তব্য করার সময় এখনও আসেনি।

সৌদি নেতাদের নির্দেশে খাশোগির খুন হওয়ার প্রমাণ পাওয়া গেলে সৌদি আরবকে করুণ পরিণতি ভোগ করতে হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দেওয়ার পর সাওয়ির এমন মন্তব্য করলেন। সাওয়ির বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক থাকার কারণেই দায়মুক্তি পেয়ে যাবেন, এমন চিন্তা থেকে মানুষ কতটা ভয়ংকর হতে পারে সেই বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দল  বোঝা শুরু করেছেন বলে আমি মনে করি।  তিনি বলেন, যদি এটা প্রমাণিত হয়, আর মনে হচ্ছে মামলাটিতে তাই হয়েছে যে, যুবরাজ ওই সাংবাদিককে হত্যার নির্দেশ দিয়েছেন, তাহলে এটা খুব দূরে নয় যে, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র তার প্রতিক্রিয়া জানাবে।

 সাওয়ির জোর দিবে বলেন, সাংবাদিক খুনের ঘটনায় ’’ ‘দুর্বৃত্ত উপাদান’ তত্ত্বটি সাধারণভাবে গ্রহণযোগ্য নয়। আর এ ধরনের বানোয়াট গল্পে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্রও নিজের সম্মান ক্ষুণ্ন করছে। তিনি এই মামলায় তুর্কি গোয়েন্দা সংস্থার কাজের প্রশংসা করে বলেন, ‘তুর্কি নিরাপত্তা সূত্রগুলো থেকে বের হওয়া বিস্তারিত তথ্যে এটা পরিষ্কার যে, অডিও রেকর্ডিংয়ের মানুষগুলো রয়েছে। তিনি বলেন,  বিস্তারিত তথ্যে এটা নিশ্চিত যে তারা খুনী দলের সদস্য আর যু্বরাজের সঙ্গে তাদের সম্পর্কও খুবই ঘনিষ্ঠ।

এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট বলেছেন, যদি ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে খাশোগিকে নির্মমভাবে হত্যা করা হয়ে থাকে তাহলে তার পরিণতিতে ব্রিটিশ-সৌদি সম্পর্কের ওপর প্রভাব পড়বে।  তিনি বলেন, খাশোগির সন্দেহজনক হত্যার বিষয়টি যুক্তরাজ্যের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

/আরএ/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বশেষ খবর
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান