X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

খাশোগি সেজে কনস্যুলেট ভবন থেকে বের হয়েছিলেন সৌদি কর্মকর্তা!

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০১৮, ২০:০১আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ২০:০৭
image

অনুসন্ধানী সাংবাদিক ও সৌদি ভিন্নমতাবলম্বী জামাল খাশোগি নিখোঁজের পর থেকে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে রিয়াদ দাবি করে আসছিলো, তিনি কনস্যুলেট ভবন থেকে বের হয়ে গেছেন। তবে দেশটির পক্ষ থেকে তাদের ইস্তানবুল দূতাবাসেই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার কথা স্বীকার করার পর এবার সে দেশের এক কর্মকর্তা ভয়াবহ তথ্য দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের কাছে দাবি করলেন, খাশোগিকে হত্যার পর তারই পোশাক পরে তুরস্কের ইস্তানবুলস্থ সৌদি কনস্যুলেট থেকে বের হয়েছিলেন এক সৌদি কর্মকর্তা। খাশোগিই কনস্যুলেট থেকে বের হয়ে গেছেন-এমনটা বোঝাতেই এই প্রচেষ্টা নেওয়া হয়েছিল।

ইস্তানবুলে সৌদি কনস্যুলেট
২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশের পর নিখোঁজ হন সৌদি অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগি। শুরুতে সৌদি আরব দাবি করেছিল, তিনি ভবন থেকে জীবিত বের হয়ে গেছেন। তুরস্ক দাবি করে, ১৫ সদস্যের একটি গোয়েন্দা স্কোয়াড কনস্যুলেটের ভেতরেই খাশোগিকে হত্যা করেছে। সৌদি আরব এই অভিযোগ অস্বীকার করে আসলেও শুক্রবার (১৯ অক্টোবর) মধ্যরাতে প্রথমবারের মতো তারা খাশোগি নিহত হওয়ার কথা স্বীকার করে। তবে সৌদি আরবের দাবি, খাশোগিকে হত্যার উদ্দেশ্য তাদের ছিল না। খাশোগি কনস্যুলেটে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন এবং ধস্তাধস্তির এক পর্যায়ে তার মৃত্যু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, হত্যাকাণ্ডের পর নিজেদের অপকর্ম ঢাকতে সৌদি স্কোয়াড প্রস্তুতি নিয়ে রেখেছিল। ওইদিন মুস্তফা মাদানি নামে স্কোয়াডের এক সদস্য খাশোগির কাপড়, চশমা, অ্যাপল ঘড়ি পরে কনস্যুলেট ভবনের পেছনের দরজা দিয়ে বের হয়ে যান। খাশোগিই ভবন থেকে বের হয়ে যাচ্ছেন-এমনটা দেখানোর প্রচেষ্টা হিসেবে এ কাজটি করেন তিনি। এরপর মাদানি সুলতানাহমেত এলাকায় গিয়ে সেইসব পরিধেয় বস্তু ত্যাগ করেন।

খাশোগি নিখোঁজ হওয়ার কথা প্রকাশ্যে আসার পর থেকেই সৌদি আরব এ ব্যাপারে জানার কথা অস্বীকার করে আসছিলো। তারা দাবি করছিলো, কনস্যুলেট থেকে সেদিন বের হয়ে গেছেন খাশোগি। তবে খাশোগির কনস্যুলেট থেকে বের হয়ে যাওয়ার কোনও প্রমাণ উপস্থাপন করতে সমর্থ হয়নি সৌদি কর্তৃপক্ষ। এ নিয়ে তাদের ওপর আন্তর্জাতিক চাপ জোরদার হতে থাকে। আগামী ২৩-২৫ অক্টোবর সৌদি আরবে অনুষ্ঠিতব্য বিনিয়োগ সম্মেলন বর্জনের ঘোষণা দেয় বেশ কিছু দেশ ও বড় বড় প্রতিষ্ঠান।

 

 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির আলোচনা: উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি