X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জার্মানিতে ঘটা অপহরণের বিষয়ে ভিয়েতনামের জবাব চায় স্লোভাকিয়া

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০১৮, ২১:২০আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ২১:২৫
image

জার্মানিতে এজেন্ট পাঠিয়ে এক ব্যক্তিকে অপহরণ করা ও তাকে স্লোভাকিয়ায় নিয়ে গিয়ে সেখান থেকে ভিয়েতনামে পাঠানোর ঘটনায় হ্যানয়ের ওপর ক্ষুব্ধ হয়েছে দেশ দুইটি। জার্মানি অপহরণের সঙ্গে যুক্ত একজনের সাজা ঘোষণা করেছে এবং বিদেশের মাটিতে  ভিয়েতনামের গোয়েন্দা সংস্থার এজেন্টদের অপহরণের ঘটনা ঘটানোর নিন্দা জানিয়েছে। স্লোভাকিয়া এ বিষয়ে ভিয়েতনামের সফররত একজন মন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেছিল। কিন্তু হ্যানয় এখন পর্যন্ত নিশ্চুপ। আর তাই স্লোভাকিয়া ভিয়েতনামের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিতের হুমকি দিয়েছে গত শনিবার (২০ অক্টোবর)। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এখন সরব হলেও স্লোভাকিয়া ২০১৭ সালে অপহরণের ঘটনার সময় নিশ্চুপ ছিল। ত্রিন জুয়ান তান

জার্মান তদন্তকারীর বলেছেন, অপহৃত ব্যক্তি ভিয়েতনামের নাগরিক। ত্রিন জুয়ান তান নামের ওই কোটিপতি ব্যবসায়ী জার্মানিতে আশ্রয় প্রার্থনা করেছিলেন। কিন্তু ভিয়েতনামের এজেন্টরা জার্মানিতে সে বার্লিনের রাস্তা থেকেই তাকে তুলে নিয়ে যায়। স্লোভাকিয়া হয়ে তাকে ভিয়েনামে ফেরত পাঠানোর পর সেখানে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ঘটনা ২০১৭ সালের জুলাই মাসের। স্লোভাকিয়ায় ওই সময় ভিয়েতনামের একজন মন্ত্রী সফররত ছিলেন। তার সফরসঙ্গী হিসেবে দেখিয়েই তানকে ভিয়েতনামে নিয়ে যাওয়া হয়েছিল।

জার্মানি ভিয়েতনামের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগ এনেছে। জার্মানির একটি আদালত জুলাই মাসে এ অপহরণের সঙ্গে জড়িত থাকার দায়ে এক ভিয়েতনামই নাগরিককে তিন বছর ১০ মাসের কারাদণ্ড দিয়েছে। ওই ব্যক্তি শিকার করে নিয়েছে, অপহরণে সরাসরি জড়িত না থাকলেও সে অপহরণে ভিয়েতনামের গোয়েন্দা সংস্থার এজেন্টদের সহায়তা করেছে।

ঘটনার পর সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, জার্মানিতে অপহৃত ভিয়েতনামের ব্যক্তিকে স্লোভাকিয়াতে রাষ্ট্রীয় সফরে যাওয়া মন্ত্রীর সফরসঙ্গীদের সঙ্গেই দেশে নিয়ে যাওয়া হয়েছে, স্লোভাকিয়া তখন এ বিষটির সঙ্গে দূরত্ব রাখতে চেয়েছিল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রবার্ট কালিনাক অপহরণের ঘটনা ঘটার কথা অস্বীকার করে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনকে ‘কল্পকাহিনী’ আখ্যা দিয়েছিলেন।

গত মাসে স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের সময় ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। কিন্তু ভিয়েতনাম এখন পর্যন্ত এ বিষয়ে কোনও জবাব দেয়নি। প্রতিক্রিয়ায় স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিরোস্লাভ লাজচাক জানিয়ে দিয়েছেন, হ্যানয় যদি সংশ্লিষ্ট ব্যক্তিকে অপহরণ ও তার ভিয়েতনামে যাওয়ার বিষয়ে কোনও সদুত্তর দিতে না পারে তাহলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক স্থগিত করা হবে। তার ভাষ্য, ‘স্লোভাকিয়া একটি সচেতন রাষ্ট্র এবং ভিয়েতনাম যদি তার বিরুদ্ধে ওঠা সন্দেহের সদুত্তর দিতে না পারে তাহলে কূটনৈতিক দিক থেকে আমরা পাল্টা ব্যবস্থা নেব।’

/এএমএ/
সম্পর্কিত
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণরোমানিয়াকে তিনটি এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস
সর্বশেষ খবর
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৩০ হাজার টাকা করার প্রস্তাব
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৩০ হাজার টাকা করার প্রস্তাব
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!