X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত হয়ে ১৮ জন নিহত, আহত শতাধিক

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০১৮, ০৮:৪০আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ০৮:৪৮

তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১৭০ জনের বেশি যাত্রী আহত হয়েছে। রবিবার (২১ অক্টোবর) স্থানীয় সময় বিকাল পৌনে ৫টার দিকে ইলান কাউন্টি এলাকায় এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

তাইওয়ানে ট্রেন দুর্ঘটনা

খবরে বলা হয়, দুর্ঘটনার সময় তাইওয়ানের রাজধানী তাইপে থেকে উত্তরাঞ্চলের তাইতুং শহরের মধ্যে চলাচলকারী পুয়ুমা এক্সপ্রেস নামের ট্রেনটিতে মোট ৩৬৬ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় ট্রেনটির ৮টি বগির সবগুলো লাইনচ্যুত হয়। কর্তৃপক্ষ বলছে, তারা ট্রেনটির সব যাত্রীকে উদ্ধার করেছে। তাইপে থেকে ৭০ কিলোমিটার দূরের সুয়াও শহরের জিনমা স্টেশনের কাছাকাছি এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। কর্তৃপক্ষ আরও বলেছে, তারা দুর্ঘটনাটি তদন্ত করে দেখছে।

তাইওয়ান রেলওয়ে প্রশাসনের সহকারী প্রধান লু চিয়েহ শেন রবিবার এক সংবাদ সম্মেলনে বলেন যে, ট্রেনটির বয়স মাত্র ৬ বছর আর দুর্ঘটনার আগে তা বেশ ভাল অবস্থায় ছিল। তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কোনও কারণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তারা প্রথমে জোরে শব্দ শুনতে পায়। তারপর আগুনের শিখা দেখেন ও পরে ধোঁয়া দেখতে পান। দুর্ঘটনার পর জরুরি উদ্ধার দল ও দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা উদ্ধারকাজের জন্য ১২০ জন সেনা পাঠিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনটির জানালা ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয়েছে।

তাইওয়ানে গত তিন দশকে এটাই সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তাইওয়ানের প্রেসিডেন্ট তাসাই ইং-ওয়েন সোমবার দুর্ঘটনায় হতাহতদের স্বজনদের সঙ্গে দেখা করেছেন।  ওই সময় তিনি তাদের স্বান্ত্বনা দেন।

তাইওয়ানের বিস্তৃত রেল যোগাযোগ রয়েছে। দেশটিতে প্রতিদিন প্রায় ৫ লাখ মানুষ ট্রেনে যাতায়াত করে থাকে।

/আরএ/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
সর্বশেষ খবর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা