X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

খাশোগির হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত: এরদোয়ান

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০১৮, ১৮:০৮আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৯:৩৬

সৌদি আরবের ব্যাখ্যা প্রত্যাখ্যান করে সাংবাদিক জামাল খাশোগির হত্যা পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। মঙ্গলবার তিনি ক্ষমতাসীন দলের এমপিদের একথা বলেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

খাশোগির হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত: এরদোয়ান

এরদোয়ান বলেন, ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে জামাল খাশোগিকে পূর্ব পরিকল্পিত ও নিষ্ঠুরভাবে হত্যার শক্তিশালী প্রমাণ রয়েছে।

হত্যাকাণ্ডে অংশ নেওয়া সৌদি হিট স্কোয়াডের সদস্যদের তুরস্কে বিচারের দাবিও জানান তুর্কি প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, খাশোগির লাশ কোথায় এবং কে এই অভিযানের নির্দেশ দিয়েছে এই বিষয়ে সৌদি আরবকে জবাব দিতে হবে।

তুর্কি প্রেসিডেন্ট জানান, সৌদি নাগরিকদের ১৫ সদস্যের দলটি তিনটি ভাগে ভাগ হয়ে পৃথক ফ্লাইটে ইস্তানবুল আসে হত্যাকাণ্ডের দিন। হত্যাকাণ্ডের আগের দিন এই দলটির কয়েকজন সদস্য বেলগ্রাদ জঙ্গল ঘুরে দেখে, যা কনস্যুলেটের কাছেই অবস্থিত। ওই এলাকায় গত সপ্তাহে খাশোগির লাশ অনুসন্ধানে তল্লাশি চালিয়েছে তুর্কি পুলিশ।

তুর্কি প্রেসিডেন্ট আরও জানান, কীভাবে দলটি খাশোগির আগমনকে কেন্দ্র করে কনস্যুলেটের সার্ভেইল্যান্স ক্যামেরার হার্ড ড্রাইভ সরিয়ে ফেলে। খাশোগির মতো দেখতে ও তার পোশাক পরে এক ব্যক্তি কনস্যুলেট থেকে বের হয়ে রিয়াদের উদ্দেশে ইস্তানবুল ছেড়ে চলে যায়।

এরদোয়ান জানান, সৌদি আরবে এই ঘটনায় ১৮ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে হত্যাকাণ্ড তদন্তে যেসব প্রমাণ সংগ্রহ করা হয়েছে সেটার কোনও বিস্তারিত তথ্য জানাননি তিনি।

২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশের পর নিখোঁজ হন সৌদি অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগি। শুক্রবার (১৯ অক্টোবর) মধ্যরাতে প্রথমবারের মতো সৌদি আরব সাংবাদিক জামাল খাশোগি নিহত হওয়ার কথা স্বীকার করে। তবে তারা দাবি করে, তারা খাশোগিকে দেশে ফিরিয়ে আনতে গিয়েছিলেন। তাকে হত্যার কোনও উদ্দেশ্য ছিল না। আর হত্যাকাণ্ডের সঙ্গে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করে দিয়েছে দেশটি। তবে সৌদি আরবের এমন দাবি মানছে না তুরস্কসহ আন্তর্জাতিক সম্প্রদায়। শুরু থেকেই তুরস্ক দাবি করে আসছে, খাশোগিকে কনস্যুলেটের ভেতরেই হত্যা করা হয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা