X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

মেক্সিকোতে মারাত্মক বিপদজনক ঘূর্ণিঝড়ের সতর্কতা

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০১৮, ০৪:৪৯আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ০৪:৫৩

প্রশান্ত সাগর এলাকায় জীবন বিপন্নকারী ঝড়ের সতর্কতা জারি করেছে মেক্সিকো। হারিকেন উইলা নামের ঝড়টি মঙ্গলবার দিনের শেষভাগে মেক্সিকোর পশ্চিম-মধ্যাঞ্চলীয় উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন ঝড়টি ‘সম্ভবত সর্বনাশা’ হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে ক্যাটাগরি তিন মাত্রার হারিকেনটি প্রবল বৃষ্টিপাত ও বড় ধরণের বন্যার হুমকিও সঙ্গে আনছে। ঝড় আসার আগে আশ্রয় কেন্দ্রে ভীড় করছে মেক্সিকোর বাসিন্দারা
কয়েক সপ্তাহ আগে প্রতিবেশি যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল হারিকেন মাইকেলের আঘাতে বিপর্যস্ত হয়েছে। ওই ঝড়ে প্রাণ হারায় যুক্তরাষ্ট্রের ২৭ নাগরিক। গত ১০ অক্টোবর উত্তর-পশ্চিম ফ্লোরিডায় আঘাত হানা মাইকেল এযাবতকালের অন্যতম শক্তিশালী ঝড় ছিলো। অন্যতম আক্রান্ত এলাকা মেক্সিকো উপকূলের বাসিন্দারা ওই ঝড়ের পরিস্থিতিকে ‘যুদ্ধাঞ্চল’ বলে অভিহিত করেছিলেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ঘণ্টায় সর্বোচ্চ ১৯৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে হারিকেন উইলা উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এনএইচসি’র সতর্কতায় বলা হয়েছে, ঝড়ের কারণে জীবন বিপন্নকারী আকস্মিক বন্যা ও ভূমিধস হতে পারে। পানামার সান ব্লাস দ্বীপপুঞ্জ থেকে শুরু করে মেক্সিকোর অবকাশ শহর মাজাতলান পর্যন্ত হারিকেন সতর্কতা জারি করা হয়েছে।  

এনএইচসি বলছে, ‘আজ (মঙ্গলবার) পূর্বাভাস ক্রমাগত দুর্বল হলেও  আশঙ্কা করা হচ্ছে মেক্সিকো উপকূলে পৌঁছালে উইলা বড় ধরণের বিপদজনক হারিকেন হবে’। সতর্কতায় বলা হয়েছে, মঙ্গলবার রাত এবং বুধবারে প্রবল বৃষ্টিপাত ঘটিয়ে এটি আস্তে আস্তে দুর্বল হবে বলে আশা করা হচ্ছে।

ঝড় আসার আগেই স্থানীয় বাসিন্দারা আশ্রয় কেন্দ্রগুলোতে ভীড় করতে শুরু করেছেন। জনপ্রিয় অবকাশ কেন্দ্র মাজাতলানের কোনও কোনও বাসিন্দা খাবার ও পানি মজুদ শুরু করেছেন। কাছের শহর এস্কুইনাপাতে মানুষ ঝড় আসার আগেই আশ্রয় কেন্দ্রে ভীড়র করেছেন।

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
সর্বশেষ খবর
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
কাতারের আমিরের সফররাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট