সম্প্রতি ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির মোবাইল ফোনে আড়িপাতা হয়েছে বলে জানিয়েছেন একজন সামরিক কর্মকর্তা। এই ঘটনায় কে বা কারা জড়িত এবং কী ধরনের তথ্য চুরি করা হয়েছে তা জানানো হয়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইরানি বার্তা সংস্থা ইসনা সোমবার জেনারেল ঘোলাম রেজা জালালিকে উদ্ধৃত করে বলেছে, রুহানির ফোন পরিবর্তন করে আরও নিরাপদ যন্ত্র দেওয়া হবে। তবে নাশকতাবিরোধী দায়িত্বে থাকা সামরিক ইউনিটের প্রধান জালালি স্পষ্ট করে জানাননি, ঠিক কোন সময়ে তার ফোনে আড়িপাতা হয়েছে।
২০১১ সালে পরমাণু কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত কম্পিউটারে স্টাক্সনেট ভাইরাস ছড়িয়ে পড়ে হাজার হাজার সেন্টিফিউজ ধ্বংস হয়েছিল। এই ভাইরাসটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তৈরি বলে মনে করা হয়। ওই ঘটনার পর থেকে ইরান তার সাইবার সক্ষমতা বাড়ানোর জন্য তৎপরতা বাড়ায়।
রবিবার জালালি ঘোষণা করেন যে, তার দেশ সম্প্রতি একটি নতুন স্টাক্সনেট অকার্যকর করেছে। তিনি বলেন, সম্প্রতি আমরা কয়েকটি অংশের সমন্বয়ে গঠিত স্টাক্সনেটের একটি নতুন সংস্করণ আবিস্কার করেছি। এই ভাইরাসটি আমাদের কম্পিউটার সিস্টেমে ঢোকার চেষ্টা করছিল।
সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শত্রুদের অনুপ্রবেশে ঠেকানোর জন্য বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাদের আরও তাৎপর হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘শত্রুদের জটিল আচরণের কারণে বেসামরিক প্রতিরক্ষা বিভাগকে বৈজ্ঞানিক, যথাযথ ও আধুনিক পদক্ষেপের মাধ্যমে অনুপ্রবেশ ঠেকাতে হবে।’ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের খবরে খামেনির উল্লেখ করা ‘অনুপ্রবেশ’ সম্পর্কে আর বিস্তারিত কিছু জানায়নি।
ইরানি কর্মকর্তা দীর্ঘদিন ধরে বিনোদন, সামাজিক মাধ্যম ও ইন্টারনেটের মাধ্যমে পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসনের বিষয়ে সতর্ক করে আসছে। তারা এটাকে ইরানের ইসলাম ও বৈপ্লবিক মূল্যবোধের প্রতি হুমকি হিসেবে বিবেচনা করে থাকে।