X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
জামাল খাশোগি হত্যাকাণ্ড

সৌদি প্রসিকিউটরের সঙ্গে বৈঠক নিয়ে ‘অসন্তুষ্ট’ তুরস্ক

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০১৮, ১৫:৩৫আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ১৫:৩৯

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় তুরস্ক সফরকারী সৌদি আরবের শীর্ষ প্রসিকিউটর সৌদ আল-মোজেবের সঙ্গে বৈঠক নিয়ে ‘অসন্তুষ্ট’ আঙ্কারা। সংশ্লিষ্ট সূত্রগুলো আল জাজিরা’কে ওই বৈঠক নিয়ে ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর দফতরের অসন্তুষ্টির কথা নিশ্চিত করেছে।

জামাল খাশোগি রবিবার রিয়াদ থেকে ইস্তাম্বুল পৌঁছান সৌদি আরবের শীর্ষ প্রসিকিউটর সৌদ আল-মোজেব। দৃশ্যত খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদিতে আটক ১৮ সন্দেহভাজনের তথ্য তুরস্ককে সরবরাহ করতে দেশটি সফরে যান তিনি। কিন্তু সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শেষ পর্যন্ত আঙ্কারাকে এ সংক্রান্ত কোনও তথ্য দেননি তিনি।

তুরস্কের কর্মকর্তারা ওই সন্দেহভাজনদের তুর্কিতে এনে জিজ্ঞাসাবাদ করতে আগ্রহী। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানও খুনিচক্রের সন্দেহভাজন ১৮ জনকে আঙ্কারার হাতে তুলে দিতে রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তুর্কি কর্মকর্তারা বলছেন, সৌদি খুনি চক্রের সঙ্গে স্থানীয় একজনের যোগসাজশ থাকায় তাদের তুরস্কের মাটিতে বিচারের যৌক্তিক কারণ রয়েছে।

ইস্তাম্বুল থেকে আল জাজিরা’র হাশেম আহেলবারা জানান, ৭৫ মিনিট ধরে সৌদি আরবের শীর্ষ প্রসিকিউটরের সঙ্গে তুর্কি কর্মকর্তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিন্তু দুই পক্ষই নিজ নিজ জায়গায় অনড় থাকায় আলোচনা ফলপ্রসূ হয়নি।

তিনি বলেন, তুর্কি কর্তৃপক্ষ চেয়েছিল হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন ১৮ জনের ব্যাপারে বিশদ তথ্য দেবেন সৌদি প্রসিকিউটর। বিশেষ করে কে এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছে এবং কে লাশ গুম করার নির্দেশ দিয়েছে। বিপরীতে সৌদি প্রসিকিউটর চেয়েছিলেন, তুরস্কের হাতে থাকা এ সংক্রান্ত জোরালো প্রমাণাদির ব্যাপারে তথ্য পেতে। ফলে পুরো বৈঠক নিয়ে অসন্তুষ্টির কথা জানায় রিয়াদ।

সৌদি প্রসিকিউটর এখন নিজ দেশে ফিরে যাবেন এবং বিষয়টি নিয়ে শীর্ষ সৌদি নেতৃত্বের কাছ থেকে প্রয়োজনীয় নির্দেশনা নেবেন।

এর আগে সম্প্রতি খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানোর আগে তুরস্ক সফরে যান দেশটির গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান জিনা হাসপেল। হত্যাকাণ্ডে সন্দেহভাজন ১৮ সৌদি নাগরিককে তুরস্কের কাছ হস্তান্তরের দাবি জানান এরদোয়ান।  তবে সেই দাবি নাকচ করে দেন সোদি পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, এই হত্যাকাণ্ডে জড়িতদের সৌদি আরবেই বিচারের মুখোমুখি করা হবে।

তুর্কি বাগদত্তার সঙ্গে বিয়ের প্রয়োজনীয় কাগজপত্র আনতে গত ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছানির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি। শুরুতে অস্বীকার করলেও ১৯ অক্টোবর সৌদি জানায়, কনস্যুলেটের মধ্যেই গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে খাশোগির মৃত্যু হয়। এর দুদিন পরই খাশোগিকে হত্যা করা হয়েছে বলেও স্বীকার করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তবে তাদের দাবি ছিল, জিজ্ঞাসাবাদের সময় ভুলবশত তার মৃত্যু হয়েছে। তবে শেষ পর্যন্ত সৌদি কর্তৃপক্ষ এই হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত বলে স্বীকারোক্তি দিয়েছে।

/এমপি/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা