X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

উষ্ণ অভ্যর্থনার আশা নিয়েই কনস্যুলেট ভবনে ঢুকেছিলেন খাশোগি: বাগদত্তা

বিদেশ ডেস্ক
৩১ অক্টোবর ২০১৮, ১৯:১৭আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ২০:১০
image

সৌদি রাজপরিবারের সমালোচনাকারী হিসেবে সবসময়ই ভয়াবহ পরিণতির আশঙ্কা করতেন হত্যাকাণ্ডের শিকার অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগি। তবে শেষবার যখন তিনি সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশ করেন, তখন তার মনে তেমন কোনও ভীতি ছিল না। আগের ধাপে সৌদি কনস্যুলেট ভবনের কর্মকর্তারা তার সঙ্গে এতটাই ভালো ব্যবহার করেছিলেন যে, ভয়াবহতার কোনও আশঙ্কা তার মাথায় আসেনি। তিনি ভেবেছিলেন, এবারও একইভাবে সৌদি কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন খাশোগির বাগদত্তা হাতিস চেঙ্গিস।

খাশোগি ও হাতিস
২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশের পর নিখোঁজ হন সৌদি অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগি। ১৯ অক্টোবর মধ্যরাতে প্রথমবারের মতো সাংবাদিক জামাল খাশোগি নিহত হওয়ার কথা স্বীকার করে সৌদি আরব। তবে তারা দাবি করে, সৌদি কর্মকর্তারা খাশোগিকে দেশে ফিরিয়ে আনতে গিয়েছিলেন। তাকে হত্যার কোনও উদ্দেশ্য ছিল না। আর হত্যাকাণ্ডের সঙ্গে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করে দিয়েছে দেশটি। তবে সৌদি আরবের এমন দাবি মানছে না তুরস্কসহ আন্তর্জাতিক সম্প্রদায়। তদন্ত অব্যাহত রেখেছেন ইস্তানবুলের চিফ প্রসিকিউটর।

খাশোগিকে নিয়ে প্রথমবারের মতো কোনও মার্কিন সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে তার বাগদত্তা হাতিস চেঙ্গিস জানান, ২৮ সেপ্টেম্বরও কনস্যুলেট ভবনে গিয়েছিলেন খাশোগি। হাতিসকে বিয়ে করার জন্য তার পূর্ববর্তী বিবাহবিচ্ছেদের কাগজপত্র চাইতে পূর্ব ঘোষণা ছাড়াই সেদিন ইস্তানবুলের সৌদি কনস্যুলেট ভবনে যান খাশোগি। তখন তার মনে শঙ্কা ছিল, অন্য অনেক সৌদি সাংবাদিকের মতো তাকেও জেলে পাঠানো হতে পারে। হাতিস বলেন, ‘তিনি (খাশোগি) কনস্যুলেট ভবনে যেতে চাইতেন না, সেখানে যাওয়াকে ঝুঁকিপূর্ণ মনে করতেন। তার আশঙ্কা ছিল তারা তাকে আটক করতে পারে। নিজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির জন্য পরিণতির শিকার হতে চাইতেন না তিনি।’

হাতিস জানান, ২৮ সেপ্টেম্বর খাশোগি প্রথম দফায় যখন সৌদি কনস্যুলেটে প্রবেশ করেন তখন তার ধারণা পাল্টে যায়। সেখান থেকে ফেরার পর খাশোগি তাকে বলেছিলেন, কনস্যুলেট ভবনের কর্মীদের উষ্ণ অভ্যর্থনায় তিনি অত্যন্ত মুগ্ধ। হাতিস বলেন, ‘তিনি (খাশোগি) তাদের (কনস্যুলেট কর্মী) ভালো ব্যবহার ও আতিথেয়তায় খুব খুশি ছিলেন।’ তিনি আরও জানান, স্বেচ্ছা নির্বাসনে থাকা খাশোগি যখন কনস্যুলেট ভবনে যান, তখন নিজ দেশের মানুষের সঙ্গে ‘আবেগময় সম্পর্ক’ অনুভব করেছিলেন। ‘তিনি আসলে বোঝাতে চেয়েছিলেন চিন্তা করার প্রয়োজন নেই’- বলেন হাতিস।

চারদিন পর ২ অক্টোবর আবার যখন কনস্যুলেট ভবনে যেতে হচ্ছে, তখন খাশোগি-হাতিস ধরেই নিয়েছিলেন বাজে কিছু হওয়ার আশঙ্কা করার কারণ নেই বললেই চলে। এবিসিকে হাতিস বলেন, ‘স্বাভাবিকভাবেই প্রথমবার সৌদি কনস্যুলেটে প্রবেশের অভিজ্ঞতা ইতিবাচক হওয়ায় পরেরবার এ নিয়ে বিপদের আশঙ্কা করার কারণ ছিল না। আশা নিয়ে আমরা দ্বিতীয় ধাপে কনস্যুলেট ভবনে গিয়েছিলাম, আর এটাই ছিল আমাদের দুজনের এক হওয়া সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্নের শেষ ধাপ। আমরা কাগজপত্র আনতে গিয়েছিলাম এবং ভেবেছিলাম তারপর বিয়ে করে বাকি জীবন একসঙ্গে কাটিয়ে দেবো।’

জামাল খাশোগিকে হত্যার প্রায় এক মাস হতে চললেও এখনও মৃতদেহের সন্ধান মেলেনি। হাতিস এবিসি নিউজকে বলেন, ‘আমরা এখনও জানি না জামালের মৃতদেহ কোথায়। এ ব্যাপারে কোনও কিছু জানানো হয়নি। এখন পর্যন্ত তার জানাজা হয়নি। ইসলামি বিধান অনুযায়ী তা গ্রহণযোগ্য নয়। এ সর্বশেষ দায়িত্বটুকু আমাদের পূরণ করতে হবে।’

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা