X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গৃহকর্মীর ফাঁসি, সৌদি সিদ্ধান্তের প্রতিবাদ ইন্দোনেশিয়ার

বিদেশ ডেস্ক
০১ নভেম্বর ২০১৮, ১০:২৪আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ১০:৩৪

সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করা এক ইন্দোনেশীয় নারীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদ জানিয়েছে জাকার্তা। ধর্ষণ থেকে আত্মরক্ষায় বাধ্য হয়ে নিজের নিয়োগকর্তাকে হত্যার ঘটনায় তাকে এ সাজা দেওয়া হয়েছিল। তবে ওই নারীর পরিবার বা ইন্দোনেশিয়ার সরকারকে না জানিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ক্ষুব্ধ ইন্দোনেশিয়া।

গৃহকর্মীর ফাঁসি, সৌদি সিদ্ধান্তের প্রতিবাদ ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সৌদি আরবের তায়েফ শহরে তুতি তোরসিলাওয়াতি নামের ওই গৃহকর্মীর ফাঁসি কার্যকর করা হয়। নিজের নিয়োগকর্তাকে হত্যার অভিযোগে সাত বছর আগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে তোরসিলাওয়াতি জানিয়েছিলেন, ২০১০ সালে ধর্ষণের হাত থেকে বাঁচতে তিনি এ হত্যাকাণ্ড ঘটাতে বাধ্য হয়েছেন।

এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়াকে না জানিয়ে দেশটির একজন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় রিয়াদের সমালোচনা করেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাগরিক সুরক্ষা বিভাগের পরিচালক লালু মোহাম্মাদ ইকবাল। তিনি বলেন, ‘রিয়াদ বা জেদ্দায় আমাদের কোনও প্রতিনিধিকে না জানিয়ে তুতি তোরসিলাওয়াতির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।’

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের এক সপ্তাহের মাথায় তুতি তোরসিলাওয়াতির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ওই বৈঠকে অভিবাসীদের অধিকার নিয়ে আলোচনা হয়েছিল।

তুতির ফাঁসির ঘটনায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, সরকার রিয়াদের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাচ্ছে। একইসঙ্গে দেশটিতে অবস্থানরত ইন্দোনেশীয় কর্মীদের উন্নত সুরক্ষার দাবি জানাচ্ছে।

এ নিয়ে গত তিন বছরে চার ইন্দোনেশীয় কর্মীর মৃতুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব যাদের কারও দণ্ড কার্যকরের আগে জাকার্তাকে অবহিত করেনি রিয়াদ।

মাইগ্রেন্ট কেয়ার নামের একটি ইন্দোনেশীয় এনজিও তুতি তোরসিলাওয়াতি’র ফাঁসির তীব্র সমালোচনা করেছে। এ ঘটনায় গুরুতর কূটনৈতিক পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা। সূত্র: আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!