X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জেরুজালেমে দূতাবাস সরানোর ঘোষণা ব্রাজিলের নতুন প্রেসিডেন্টের

বিদেশ ডেস্ক
০১ নভেম্বর ২০১৮, ২০:৪৬আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ২০:৪৯

ব্রাজিলের নতুন নির্বাচিত ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারো ইসরায়েলি দূতাবাস জেরুজালেমে নেওয়া হবে বলে জানিয়েছেন। ইসরায়েলি সংবাদপত্র হাইয়ুমেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ফিলিস্তিনিদের দাবি উপেক্ষা করে তেল আবিব থেকে ব্রাজিলের দূতাবাস সরিয়ে নেওয়া হবে বলে জানান। ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট জইর বলসোনারো
ইসরায়েল-ফিলিস্তিন বিরোধের অন্যতম প্রধান বিবেচনা জেরুজালেমের মর্যাদা। পুরো জেরুজালেমকে নিজেদের রাজধানী দাবি করে থাকে ইসরায়েল। ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর দখলকৃত পূর্ব জেরুজালেমেও নিজেদের শাসন ধরে রেখেছে দেশটি। তবে পূর্ব জেরুজালেমকে নিজেদের ভবিষ্যত রাষ্ট্রের রাজধানী করতে চায় ফিলিস্তিনিরা। আন্তর্জাতিক সম্প্রদায়ও পুরো শহরের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণকে স্বীকৃতি দেয় না।

দীর্ঘ দিনের মার্কিন নীতির বিপরীতে গিয়ে গত ডিসেম্বরে জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেওয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের একক মধ্যস্ততায় আর কোনও শান্তি আলোচনায় অংশ না নেওয়ার কথা জানিয়ে দিয়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গত ১৪ মে আনুষ্ঠানিকভাবে জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। গুয়েতেমালা এবং প্যারাগুয়েও যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে। তবে গত মাসে প্যারাগুয়ে এই সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলই দ্বিতীয় বড় রাষ্ট্র হিসেবে জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেওয়া দেশ হবে।

নির্বাচনি প্রচারণার সময়েই দূতাবাস সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলসোনারো। বৃহস্পতিবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল সেই প্রতিশ্রুতি রাখবেন কিনা। জবাবে বলাসোনারো বলেন, ইসরায়েলই নির্ধারণ করবে তাএদর রাজধানী কোথায় হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থক সংবাদপত্রটিকে তিনি বলেন, ‘প্রচারণার সময়ে আমি বলেছিলাম, যদি আমি প্রেসিডেন্ট নির্বাচিত হই তাহলে আমি এটা করবো। আমি বলেছি হ্যাঁ, একমাত্র ইসরায়েলই ঠিক করতে পারে তাদের রাজধানী কোথায় হবে, অন্য কোনও রাষ্ট্র নয়’।

রবিবার অনুষ্ঠিত ব্রাজিলের দ্বিতীয় দফার নির্বাচনে প্রেসিডেন্ট হন ৬৩ বছর বয়সী বলসোনারো। বর্ণবাদী আচরণ, সমকাম ভীতি নিয়ে সমালোচিত বলসোনারোর বিজয়ের পর নেতানিয়াহু তাকে বলেছিলেন এই বিজয়ের ফলে দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে আর ব্রাজিল ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক জোরালো করবে।

নেতানিয়াহুর কার্যালয়ের এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এফপিকে বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী সম্ভবত জানুয়ারিতে বলসোনারোর অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

/জেজে/
সম্পর্কিত
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ