X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিদেশি শ্রমিক নিয়োগে কঠোর আইন শিথিল করছে জাপান

বিদেশ ডেস্ক
০২ নভেম্বর ২০১৮, ১৮:২৭আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১৮:৩০

বিদেশি কর্মীদের কাজে নিয়োগদানে জাপান কঠোর অভিবাসন আইন শিথিল করতে যাচ্ছে। এর ফলে দক্ষ বিদেশি শ্রমিকরা সেখানে স্থায়ীভাবে থাকার সুযোগও পেতে পারেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

বিদেশি শ্রমিক নিয়োগে কঠোর আইন শিথিল করছে জাপান

খবরে বলা হয়েছে, জাপানের অভিবাসন আইন অনেক কঠোর। ফলে দেশটিতে বিদেশি শ্রমিকের সংখ্যা একেবারেই। কিন্তু দেশটির বিভিন্ন খাতে কর্মী সংকটের কারণে জাপানের মন্ত্রিপরিষদ অভিবাসননীতি শিথিল করে একটি খসড়া আইন অনুমোদন করেছে। নতুন আইনে দু'ধরনের ভিসা ক্যাটাগরি তৈরি করা হচ্ছে, যার অধীনে কর্মী সংকট আছে এমন সব সেক্টরের জন্য বিদেশি শ্রমিক আনা যাবে।

নতুন আইনে  নিয়মে নির্মাণ, কৃষি খামার বা স্বাস্থ্য খাতের জন্য ব্লু কলার ওয়ার্কার আনা যাবে। এ ধরনের কর্মীরা জাপানে পাঁচ বছর পর্যন্ত কাজ করতে পারবেন যদি কিনা তাদের একটা নির্দিষ্ট মানের কাজের দক্ষতা থাকে এবং তারা জাপানি ভাষা আয়ত্ব করতে পারেন। তাদের পরিবার নিয়ে আসার সুযোগও দেওয়া হবে।

উচ্চশিক্ষিত ও দক্ষ কর্মীদের বেলায় পরিবার-পরিজনসহ জাপানেই স্থায়ীভাবে থাকার আবেদনের সুযোগ দেওয়া হবে।

জাপানের মন্ত্রিসভার অনুমোদন করা খসড়া আইনটি এখন পার্লামেন্টে পাস হতে হবে। তবে বিরোধী দলগুলো এই প্রস্তাবিত আইনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করছে। তাদের আশঙ্কা এর ফলে জাপানে মজুরি কমে যেতে পারে ও অপরাধ বাড়তে পারে।

জাপান বিশ্বের একমাত্র উন্নত দেশে যেখানে অভিবাসন নিয়ে ব্যাপক কড়াকড়ি রয়েছে। এর ফলে জাপান বড় ধরনের শ্রমিক সংকটে পড়েছে।

জাপানের জন্ম হার গত শতাব্দীর সত্তর দশক থেকে দুই দশমিক একের কম। ফলে দেশটির জনসংখ্যা কমছে। বর্তমানে এই হার এক দশমিক চার। এর বিপরীতে জাপানে মানুষের গড় আয়ু বিশ্বে সবচেয়ে বেশি। এই দুটি মিলে জাপানে কর্মক্ষম মানুষের মারাত্মক সংকট দেখা দিয়েছে।

জাপানের ব্যবসায়ীরা বহু বছর ধরেই বিদেশ থেকে কর্মী আনার জন্য ইমিগ্রেশন আইন শিথিল করার কথা বলে আসছিলেন।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলছেন, কেবল সেরকম কর্মীই আনা হবে যাদের কোনও একটি বিশেষ কাজে ভালো দক্ষতা আছে এবং যে ধরনের কর্মীর সংকট আছে।

/এএ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ