X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

হুমকির মুখে হংকংয়ে চীনা ভিন্ন মতালম্বী কার্টুনিস্টের প্রদর্শনী বাতিল

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০১৮, ১৮:০৬আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ১৮:১১

চীনের শাসকদের সমালোচক হিসেবে পরিচিতি এক চীনা-অস্ট্রেলীয় কার্টুনিস্টের হংকংয়ে প্রদর্শনী বাতিল করেছে আয়োজকেরা। চীনের হুমকির মুখে এই প্রদর্শনী বাতিল করা হয়েছে বলে দাবি করেছেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বাদিউকায়ো নামের ওই কার্টুনিস্ট প্রেসিডেন্ট শি জিনপিংকে ব্যাঙ্গ করে এবং তার অধিকার লঙ্ঘনের ঘটনাকে ফোকাস করেই কার্টুন এঁকে থাকেন। হুমকির মুখে হংকংয়ে চীনা ভিন্ন মতালম্বী কার্টুনিস্টের প্রদর্শনী বাতিল
২০১৪ সালে গণতন্ত্রপন্থী ‘আমব্রেলা’ বিক্ষোভের পর হংকংয়ে বাক স্বাধীনতা পরীক্ষা করতে আয়োজন করা হয়েছিল ‘ফ্রি এক্সপ্রেশন উইক’। যৌথভাবে এর আয়োজন করে হংকং ফ্রি প্রেস, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং সাংবাদিক সুরক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার। ‘ফ্রি এক্সপ্রেশন উইক’ এর অংশ হিসেবে বাদিউকায়ো’র কার্টুন প্রদর্শনীর আয়োজন করা হয়। তবে তা বাতিল হয়ে যাওয়ায় গণতন্ত্রপন্থী অ্যাকটিভিস্টরা বলছেন, হংকংয়ের স্বাধীনতা খর্ব করছে বেইজিং।

এক বিবৃতিতে ‘ফ্রি এক্সপ্রেশন উইক’ এর আয়োজকেরা জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে বাদিউকায়ো’র প্রথম একক প্রদর্শনী বাতিল করা হয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘শিল্পীর সঙ্গে সম্পর্কিত চীনের কর্তৃপক্ষের হুমকির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজকেরা বাক স্বাধীনতাকে গুরুত্ব দিলেও সহযোগীর নিরাপত্তাও আমাদের বড় উদ্বেগের কারণ’। ওই প্রদর্শণীর উদ্বোধনী অনুষ্ঠানে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়ার কথা ছিল বাদিউকায়ো’র। গণতন্ত্রপন্থী নেতা জসুয়া ওং এবং রাশিয়ার নারীবাদী বিক্ষোভের প্রতীক হয়ে ওঠা পুসি রায়টের তার সঙ্গে অংশ নেওয়ার কথা ছিল।

কার্টুনিস্টের ওপর ঠিক কোন ধরণের হুমকি ছিল তা সুনির্দিষ্ট করেননি আয়োজকেরা। বাদিউকায়ো’ও কোনও মন্তব্য করেননি। হংকংয়ে চীনের লিয়াজোঁ অফিসেরও এই বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের চীনের গবেষক প্যাট্রিক পুন বলেন, চীনের ভিন্ন মতালম্বীদের কাজ করতে কতটা হুমকি বিবেচনায় নিতে হয় এটা তার উদাহরণ। তিনি বলেন, এর ফলে ভবিষ্যতে অন্য ভিন্ন মতালম্বীরাও হংকংয়ে কাজ করতে ভীত হতে পারে।

সাবেক ব্রিটিশ কলোনি ১৯৯৭ সালে স্বায়ত্ত্বশাসনের শর্তে চীনের কাছে হস্তান্তর করা হয়। তবে ওই স্বায়ত্ত্বশাসনের অধীনে পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয় নেই। এক দেশ, দুই নীতির আওতায় চীন হংকং শাসন করে। বাকস্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা মূল ভূখন্ড থেকে হংকংকে আলাদা করেছে। ২০১৪ সালে হংকংয়ের নেতা নির্বাচনে পূর্ণ গণতান্ত্রিক নির্বাচনের দাবিতে কয়েক সপ্তাহ ধরে অচল হয়ে পড়েছিল মধ্য হংকংয়ের একটি অংশ। পুলিশের টিয়ার গ্যাস থেকে বাঁচতে বিক্ষোভকারীরা ছাতা ব্যবহার করতে থাকায় এই আন্দোলন আমব্রেলা মুভমেন্ট নামে পরিচিতি পায়।

/জেজে/
সম্পর্কিত
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
ট্রাম্প বা বাইডেন যে-ই জিতুন মার্কিন সমর্থন অপরিবর্তিত থাকবে, আশা তাইওয়ানের
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা