X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের ডাকে অভিবাসী ঠেকাতে সীমান্তে অস্ত্রধারী মিলিশিয়ারা

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০১৮, ১৬:১৩আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১৬:১৫

মেক্সিকো হয়ে সেন্ট্রাল আমেরিকান অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে সেনাবাহিনীর সঙ্গে সীমান্তে জড়ো হচ্ছেন অস্ত্রধারী মিলিশিয়ারা। সীমান্তে নিজেদের কাফেলা তৈরির জন্য তারা শীতাতপ যন্ত্র ও তাঁবু, বন্দুকে তেল লাগানো এবং ড্রোন প্রস্তুত করছে।  মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এখবর জানিয়েছে।

ট্রাম্পের ডাকে অভিবাসী ঠেকাতে সীমান্তে অস্ত্রধারী মিলিশিয়ারা

সীমান্তে অভিবাসীদের কাফেলা ঠেকাতে মার্কিন জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি অভিবাসীদের এই প্রবেশকে ‘দখল অভিযান’ আখ্যায়িত করেছেন। ট্রাম্প দাবি করেছেন, নারী, শিশু ও পরিবারের আড়ালে অসংখ্য ‘অজ্ঞাত মধ্যপ্রাচীয়রা’, ‘শক্তিশালী যোদ্ধারা’ এবং ‘সহিংস অপরাধীরা’ যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে প্রবেশের চেষ্টা করছে।

শ্যানন ম্যাকগাউলি নামের ডালাসের এক বাসিন্দা জানান, আমরা সেখানে পর্যবেক্ষন করব এবং কোনও সহযোগিতা দরকার হলে করব। আমরা আগেও নিজেদের প্রমাণ করেছি, আবারও করব।

টেক্সাস মিনিটম্যান সংগঠনের সভাপতি ম্যাকগাউলি আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও দেশকে সুরক্ষায় তারা প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিচ্ছেন। সীমান্তের রিও গ্রান্ডেতে টেক্সাস মিনিটম্যান সংগঠন থেকেই শতাধিক স্বেচ্ছাসেবী তাদের কাফেলায় জড়ো হবেন।

ম্যাকগাউলি বলেন, সঠিক সংখ্যা বলতে পারছি না। গত সাতদিন ধরে আমার ফোন বেজেই চলছে। ওরেগন, ইন্ডিয়ানাসহ অন্যান্য অঞ্চল থেকে মিলিশিয়া ও স্বামী-স্ত্রীরা সীমান্তে যেতে চাইছেন। কানাডা থেকেও দুজন এসেছেন।

তাদের দলটি অস্ত্র বহনের পরিকল্পনা করছে কিনা জানতে চাইলে ম্যাকগাউলি হেসে বলেন, ‘ভাই, এটা টেক্সাস’।

সীমান্তে বর্ডার পেট্রোল, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে রয়েছে কয়েক হাজার মার্কিন সেনা। তবে সীমান্তে অনিয়ন্ত্রিত মিলিশিয়াদের উপস্থিতিতে উদ্বিগ্ন সেনারা। তাদের পরিকল্পনাতেও এই উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছে।

মার্কিন সেনা পরিকল্পনায় অন্তত ২০০ মিলিশিয়া হাজির হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। এতে সতর্ক করে বলা হয়েছে, অনিয়ন্ত্রিত মিলিশিয়ারা ন্যাশনাল গার্ডের সরঞ্জাম চুরি করতে পারে।

রিও গ্রান্ডে ভ্যালি সেক্টরে বর্ডার পেট্রোল এজেন্সির শীর্ষ কর্মকর্তা ম্যানুয়েল পাদিলা জানান, মিলিশিয়াদের বিষয়ে তিনি কোনও সুনির্দিষ্ট তথ্য পাননি। আমরা অতীতে তাদের দেখেছি। কিন্তু যখন সবকিছু দ্রুত আগাচ্ছে তখন আমাদের স্থানীয় কমিউনিটিকে বিষয়টি অবহিত করতে হবে। তারা যা করছে নিজেরা করছে।

স্থানীয় অনেক ভূমি মালিক জানিয়েছেন, তারা সেখানে মিলিশিয়াদের দেখতে চান না।

 

/এএ/
সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা