X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে ইসরায়েলি বিমানের অবতরণ নিয়ে তোলপাড়

বিদেশ ডেস্ক
০৯ নভেম্বর ২০১৮, ২০:০৭আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ২০:২৮

উভয় দেশের মধ্যে আনুষ্ঠানিক কোনও সম্পর্ক না থাকলেও ইসরায়েলের একটি বেসরকারি মালিকানাধীন বিমান পাকিস্তানে অবতরণ করেছে। পাকিস্তানের নুর খান বিমানঘাঁটিতে ইসরায়েলি বিমানটি অবতরণ করে বলেছে প্রত্যক্ষদর্শী পাইলট ও  ঘাঁটিটির তিন কর্মকর্তা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে এই অবতরণের কথা কয়েকদিন ধরেই শোনা গেলেও বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করলেন কর্মকর্তারা।

পাকিস্তানে ইসরায়েলি বিমানের অবতরণ নিয়ে তোলপাড়

রাওয়ালপিণ্ডিতে অবস্থিত এই সামরিক ঘাঁটিতে ইসরায়েলি বিমানটি অবতরণ করেছে ২৪ অক্টোবর। ২৫ অক্টোবর ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ সম্পাদক তেল আবিব থেকে ইসলামাবাদে বিমান অবতরণের কথা টুইটারে জানান। টুইটে তিনি উল্লেখ করেন, পাকিস্তানের মাটিতে বিমানটি ১০ ঘণ্টা ছিল। পরে তা তেল আবিবে ফিরে আসে।

গুজব ছড়ায় বিমানটিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ছিলেন। ২৬ অক্টোবর ওমান সফরে তিনি পাকিস্তান হয়ে গেছেন বলে ধারণা করা হয়।

পাকিস্তানের পক্ষ থেকে গুজবটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী ২৮ অক্টোবর জানান, ইসরায়েলের সঙ্গে কোনও গোপন সংলাপ চালাবে না পাকিস্তান। টুইটারে তিনি লিখেন, সত্য হলো ইমরান খান (পাকিস্তানের প্রধানমন্ত্রী) নওয়াজ শরিফ নন।

উল্লেখ্য, ১৯৯৮ সালে নওয়াজ শরিফ ইসরায়েলে এক গোপন প্রতিনিধি দল পাঠান বলে অভিযোগ রয়েছে। পাকিস্তান পারমাণবিক সক্ষমতা ইরানের সঙ্গে বিনিময় করবে না বলে নিশ্চয়তা দিতেই ইসরায়েলে ওই প্রতিনিধি দলকে পাঠানো হয়।

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভিও একটি বিবৃতি দিতে বাধ্য হন। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না পাকিস্তান।

ঘটনাটিকে আড়াল করতে সরকারি প্রচেষ্টার পরও প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেন ২৪ অক্টোবর ইসরায়েলি বিমান পাকিস্তানে অবতরণ করেছে। ইসরায়েলি বিমানটি শনাক্ত করেন একজন পাইলট। নাম প্রকাশে অনিচ্ছুক ওই পাইলট মিডল ইস্ট আইকে জানিয়েছেন, রাওয়াল পিন্ডিতে অবতরণের আগ মুহূর্তে তিনি ইসরায়েলি বিমানটিকে দেখতে পেয়েছেন।

পাইলটের এই বক্তব্য বিমানঘাঁটিতির তিনজন কর্মকর্তাও নিশ্চিত করেছেন। মিডল ইস্ট আইকে তারা জানান, একটি প্রাইভেট কার প্রতিনিধি দলকে বিমান থেকে নিয়ে যায়। কয়েক ঘণ্টা পরে তারা আবার ফিরে আসেন।

ইসরায়েলি বিমানটি পাকিস্তানে কী করছিল তা নিয়ে জল্পনা চলছে। কর্তৃপক্ষের কোনও বক্তব্য না পাওয়ায় বিমানটিতে কারা ছিলেন, দশ ঘণ্টা কী করেছেন; এসব নিয়েও চলছে বিশ্লেষণ। সূত্র: মিডল ইস্ট মনিটর।

 

/এএ/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া