X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির শতবর্ষ পূর্তি: প্যারিসে বিশ্বনেতাদের জমায়েত

বিদেশ ডেস্ক
১১ নভেম্বর ২০১৮, ১৪:৪৫আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৪:৫৪
image

ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির ১০০ তম বর্ষপূর্তি পালন করতে ফ্রান্সের প্যারিসে জড়ো হয়েছেন বিশ্ব নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিশ্বের প্রায় ৭০ জন নেতা রবিবারের (১১ নভেম্বর) স্মৃতিচারণমূলক এ অনুষ্ঠানে অংশ নেবে। এ স্মরণ অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এছাড়া বিভিন্ন দেশে আলাদাভাবে পালিত হচ্ছে স্মরণ অনুষ্ঠান।  

অস্ট্রেলিয়ায় স্মরণ অনুষ্ঠান পালনের ছবি
১৯১৪ সালের ২৮ জুলাই ইউরোপে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। ১১ নভেম্বর ১৯১৮ পর্যন্ত তা স্থায়ী ছিল। ১৯১৪ সালের ২৮ জুন বসনিয়ার রাজধানী সারায়েভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফ্রানৎস ফার্ডিনান্ড এক সার্বিয়াবাসীর গুলিতে নিহত হন। অস্ট্রিয়া এ হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে এবং ওই বছরের ২৮ জুন সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এ যুদ্ধে দু‌ই দেশের বন্ধু রাষ্ট্রগুলো ধীরে ধীরে জড়িয়ে পড়ে। এতে যোগ দিয়েছিল সে সময়ের অর্থনৈতিকভাবে শক্তিশালী সকল দেশ। প্রথম বিশ্বযুদ্ধে একপক্ষে ছিল ওসমানীয় সাম্রাজ্য, অস্ট্রিয়া-হাঙ্গেরি, জার্মানি ও বুলগেরিয়া। আর অপরপক্ষে ছিল সার্বিয়া, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জাপান, ইতালি, রোমানিয়া ও যুক্তরাষ্ট্র।  

রবিবার (১১ নভেম্বর) প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির শতবর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা হয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায়। গ্রিনিচ মান সময়ের চেয়ে সবচেয়ে এগিয়ে থাকায় দেশ দুটিতে সবার আগে স্মরণ অনুষ্ঠান শুরু হয়। যুদ্ধে নিহতদের স্মরণ করে শ্রদ্ধা জানানো হয়। ক্যানবেরায় এক স্মরণ অনুষ্ঠানে যোগ দিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ‘আমাদের আগামীর জন্য তারা তাদের বর্তমানকে বিসর্জন দিয়েছেন।’ এদিন দুই মিনিটের নীরবতা পালনের পর নিউজিল্যান্ডে স্মরণ অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

রবিবার প্যারিসে বৈশ্বিক স্মরণ অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। শতবর্ষ আগে,যে বইটিতে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিলো,তাতে শনিবার (১০ নভেম্বর) স্বাক্ষর করেন ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল। রবিবার তাদের দুইজনের প্যারিস পিস ফোরাম নামে একটি শান্তি সম্মেলনে যোগ দেওয়ার কথা। রুশ প্রেসিডেন্ট পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোয়ানও সেখানে যোগ দেবেন। সংকটের নিরসন, যুদ্ধ ঠেকানো ও সমৃদ্ধির প্রসারে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ার ওপর জোর দেবেন নেতারা।

/এফইউ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
চতুর্থ ধাপে যে ৫৫ উপজেলায় ভোট
চতুর্থ ধাপে যে ৫৫ উপজেলায় ভোট
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন
সোনার দাম ভ‌রিতে কমলো ৩ হাজার টাকা
সোনার দাম ভ‌রিতে কমলো ৩ হাজার টাকা
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী