X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিশ্বনেতাদের প্রতি জাতীয়তাবাদ বর্জনের আহ্বান ম্যাক্রোঁর

বিদেশ ডেস্ক
১১ নভেম্বর ২০১৮, ২৩:০৫আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১০:২৮

প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার শত বছর পূর্তিতে আয়োজিত অনুষ্ঠানে জাতীয়তাবাদ বর্জন করার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ প্যারিসে উপস্থিত নেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে ম্যাক্রোঁ জাতীয়তাবাদকে ‘দেশপ্রেমের প্রতি বিশ্বাসঘাতকতা’ হিসেবে অভিহিত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ভাষণ প্রদানকালে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ

ম্যাক্রোঁ তার ভাষণে বলেন, ‘‘ আপনারা ‘আমাদের স্বার্থই প্রথম আর অন্যদের বিষয় মনে রেখ না’ বলার মাধ্যমে একটি জাতির সবচেয়ে মূল্যবান জিনিসকেই বাতিল করে দিচ্ছেন আর তা হলো তার নৈতিক মূল্যবোধ।’’

২০ মিনিটের ভাষণে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ তার সহকর্মীদের প্রতি ‘শান্তির জন্য সংগ্রাম’ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘অপসারণের মোহে এই আশা ধ্বংস করে সহিংসতা বা কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হলে তা বিশাল ভুল হবে যার জন্য ভবিষ্যত প্রজন্ম নিশ্চিতভাবে আমাদের দায়ী করবে।’

১৯১৪ সাল থেকে ১৯১৮ সাল পর্যন্ত চলা প্রথম বিশ্বযুদ্ধে ৯৭ লাখ সেনা ও এক কোটি বেসামরিক মানুষ নিহত হয়। ১৯১৮ সালের ১১ নভেম্বর বেলা ১১টার সময় বিউগল বাজিয়ে ওই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হয়। তারপর থেকে প্রতিবছর ওই সময় প্যারিসের সব চার্চে ঘণ্টা বাজানো হয়।

রবিবার দিনটি উপলক্ষে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ প্যারিসের আর্ক ডি ত্রিয়োমফি নিচে থাকা অজ্ঞাত সেনার কবর পর্যন্ত হেটে যান। একই সময় সারা শহরের চার্চগুলোতে ঘণ্টা বাজানো হয়।

প্রথম বিশ্বযুদ্ধের অস্ত্রবিরতির শত বছর পূর্তি অনুষ্ঠানে বেশ কয়েকজন বিশ্বনেতা নিজেদের মধ্যে দ্বি-পাক্ষিক বৈঠকও করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক শেষে রুশ প্রেসিডেন্ট পুতিন সাংবাদিকদের বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন আর সবকিছু ঠিকই চলছে।

/আরএ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা