X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় নাভানলির গ্রেফতার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত: ইউরোপীয় আদালতের রায়

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০১৮, ১৮:৪৮আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১৮:৫৫

রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভানলিকে বারবার গ্রেফতার করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে রায় দিয়েছে ইউরোপীয় মানবাধিকার আদালত (ইসিএইচআর)। ২০১২ সাল থেকে ২০১৪ সালের মধ্যে সাতবার গ্রেফতার হন দুর্নীতি বিরোধী নেতা নাভানলি। বৃহস্পতিবার ইসিএইচআর’র ওয়েবসাইটে প্রকাশিত রায়ে বলা হয়েছে, মানবাধিকারের ইউরোপীয়ান কনভেনশন অনুযায়ী এসব গ্রেফতার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ওই কনভেনশনের অন্যতম স্বাক্ষরকারী দেশ রাশিয়া। নৈতিক ক্ষতি, বস্তুগত ক্ষতি এবং আদালতের খরচ হিসেবে রুশ কর্তৃপক্ষকে ৬৩ হাজার ইউরো বা বাংলাদেশি প্রায় ৬০ লাখ টাকা নাভানলিকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভানলি
দুর্নীতিবিরোধী অ্যাকটিভিস্ট ৪২ বছর বয়সী নাভানলি ২০১১ ও ২০১২ সালে পুতিন বিরোধী বিক্ষোভের নেতৃত্ব দিয়ে রাশিয়ার বিরোধী নেতা হিসেবে আবির্ভুত হন। গত মার্চে অনুষ্ঠিত রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে নাভানলিকে অংশ নিতে দেওয়া হয়নি। মে মাসে পুতিনের চতুর্থবার ক্ষমতা গ্রহণের আগে বিক্ষোভে অংশ নেওয়ায় গত বছরের জুন পর্যন্ত কারাগারে কাটাতে হয়েছিল তাকে। ইউরোপীয় মানবাধিকার আদালতের রায়ে বলা হয়েছে ‘রাজনৈতিক বহুমত দমনের’ উদ্দেশ্যেই তাকে এতবার গ্রেফতার করা হয়েছে।

গত বছর ইউরোপীয়ান আদালত নাভানলির সাতবার গ্রেফতারকে বেআইনি ঘোষণা করে রাশিয়াকে ৬৩ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। তবে নাভানলি আদালতের কাছে এসব গ্রেফতারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ঘোষণার আবেদন জানান। রুশ কর্তৃপক্ষ ও নাভানলির আবেদনের প্রেক্ষিতে মামলাটি ইউরোপীয়ান আদালতের গ্রান্ড চেম্বারে পাঠানো হয়। বৃহস্পতিবারের রায় এলো সেই গ্রান্ড চেম্বার থেকে।

বৃহস্পতিবার রায় ঘোষণার সময়ে ফ্রান্সের স্ট্রাসবার্গের আদালতে উপস্থিত ছিলেন নাভানলি। এর আগে বুধবার তিনি রাশিয়া থেকে রওনা দেন। অবশ্য মঙ্গলবার রওনা দিতে গিয়ে তিনি মস্কো বিমানবন্দরে সীমান্তরক্ষী বাহিনীর বাধার মুখে পড়েন।

বৃহস্পতিবার আদালতের রায়ের পর এক প্রতিক্রিয়ায় টুইটারে নাভানলি লিখেছেন, ‘আমরা জিতেছি। সরকার সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে।’

নাভানলির বিরুদ্ধে পশ্চিমা মদদ থাকার অভিযোগ করে আসছে রাশিয়া। চলতি বছরের শুরুতে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছিল মানবাধিকার বিষয়ক ইউরোপীয়ান কনভেনশন থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার কথা ভাবছে মস্কো। ইসিএইচআর’কে দেওয়া সহায়তাও প্রত্যাহার করে নেওয়ার চিন্তা ভাবনা চলছে বলে জানানো হয়েছিল সেই খবরে।

গত ইসিএইচআর’র মামলার এক তৃতীয়াংশ ছিল রাশিয়া সংশ্লিষ্ট। ২০১৭ সালে ৩০৫টি বিচারের মধ্যে ২৯৩টিতে অন্তত একবার করে হলেও রাশিয়ার মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।

 

/জেজে/
সম্পর্কিত
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
সর্বশেষ খবর
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা