X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় নাজিবের স্ত্রী বিরুদ্ধে আরও দুই দুর্নীতির মামলা

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০১৮, ১৯:৩৪আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১৯:৪০
image

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মানসুরের বিরুদ্ধে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) আরও দুইটি দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সরকারি প্রকল্পের কাজ পাইয়ে দিতে একটি ব্যবসা প্রতিষ্ঠানের কাছে তিনি সাড়ে চার কোটি ডলার ঘুষ চেয়েছিলেন এবং তার একটি অংশ গ্রহণও করেছেন।  তার এক সহযোগীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে ঘুষ লেনদেনে মধ্যস্থতা করার অভিযোগে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোসমাহ মানসুরের বিরুদ্ধে গত মাস পর্যন্ত ছিল মোট ১৭টি মামলা। মালয়েশিয়ায় নাজিবের স্ত্রী বিরুদ্ধে আরও দুই দুর্নীতির মামলা
গত মে মাসে মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোট মালয়েশিয়ার নির্বাচনে জয়লাভ করার পর থেকে বিভিন্ন বিষয়ে দুর্নীতির তদন্ত শুরু হয়। সরকার পক্ষের আইনজীবীদের ভাষ্য, ২০১৬ সালে জেপাক হোল্ডিংস নামের একটি প্রতিষ্ঠানের কাছে সাড়ে চার কোটি ডলার ঘুষ চেয়েছিলেন রোসমাহ। বদলে প্রতিষ্ঠানটিকে ২৯ কোটি ৮০ লাখ ডলার মূল্যমানের সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। বোর্নিও দ্বীপে প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার কথা ছিল। অপর অভিযোগে বলা হয়েছে, রোসমাহ ২০১৭ সালে একই প্রতিষ্ঠানের কাছ থেকে তিন লাখ ৫৮ হাজার ডলার ঘুষ হিসেবে গ্রহণ করেছেন।

রোসমাহ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু জেপাক হোল্ডিংস গত বছর ঠিকই ওই সরকারি সৌর বিদ্যুৎ প্রকল্পটির কাজ পেয়েছিল। রোসমাহর বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগে তাদের নাম আসার প্রসঙ্গে কোনও মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি। রয়টার্স জানিয়েছে, এসব অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে প্রতিটি অভিযোগের জন্য রোসমাহর ২০ বছরের কারাদণ্ড হতে পারে। সর্বোচ্চ জরিমানার পরিমাণ দুর্নীতি হওয়া অর্থের পাঁচ গুণ পর্যন্ত হতে পারে।

নাজিব ও তার স্ত্রীর দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। মাহাথিরের জয়ের পর যখন দুর্নীতির তদন্তে তাদের বাড়িতে অভিযান চালানো হয়েছিল তখন সেখান থেকে প্রায় ২৭ কোটি ৫০ লাখ ডলার মূল্যের নগদ অর্থ, অলংকার, হাতব্যাগ, ঘড়ি ইত্যাদি জব্দ করা হয়। সাবেক প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর এমন বিলাসী জীবন যাপনের তথ্য সামনে আসায় তাদের ওপর ক্ষিপ্ত মালয়েশিয়রা।

ঘুষ গ্রহণের মধ্যস্থতা করার অভিযোগে রিজাল মানসুর নামের এক সাবেক সহযোগীর বিরুদ্ধেও বৃহস্পতিবার আদালতে অভিযোগ উত্থাপন করা হয়েছে। নাজিবের মন্ত্রী পরিষদের সাবেক সদস্য টিংকু আদনান টিংকু মানসুরে বিরুদ্ধেও ৩০ লাখ রিঙ্গিত ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে।

গত মে মাসে মালয়েশিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে নাজিব রাজাকের পরাজয়ের পেছনে থাকা কারণগুলোর একটি ওয়ান এমডিবি ব্যাংকের তহবিল তসরুপের অভিযোগ। যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা বলেছেন, ওয়ান এমডিবির তহবিল থেকে ৪৫০ কোটি ডলার সরিয়ে নেওয়া হয়েছে, যার মধ্যে ৭০ কোটি ডলারই গেছে নাজিব রাজাকের ব্যক্তিগত অ্যাকাউন্টে। গত ২৫ অক্টোবর পর্যন্ত নাজিব রাজাকের বিরুদ্ধে মোট ৩৮টি মামলা হয়েছে।

/এএমএ/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন