X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

খাশোগি হত্যায় সৌদি আরবের সাম্প্রতিক ব্যাখ্যাতে সন্তুষ্ট নয় তুরস্ক

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০১৮, ২০:২৯আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২০:৩৩

সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে সৌদি আরবের অ্যাটর্নি জেনারেলের সাম্প্রতিক ব্যাখ্যাতেও সন্তুষ্ট হতে পারছে না তুরস্ক। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাসুভলোগু আবারও বলেছেন, যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা সৌদি যুবরাজের কঠোর সমালোচক ওই সাংবাদিক পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইস্তানবুলের সৌদি কনস্যুলেটের প্রবেশদ্বারে এক নিরাপত্তা কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের বাসিন্দা ও ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাশোগি গত ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে যাওয়ার পর নিখোঁজ হন। এই ঘটনার পর সৌদি যুবরাজের বিরুদ্ধে তাকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ ওঠে বিশ্বজুড়ে। খাশোগির নিখোঁজের ঘটনায় নানা বিভ্রান্তিমূলক বর্ননা হাজিরের প্রায় ১৫ দিন পর খাশোগিকের হত্যার কথা স্বীকার করে সৌদি আরব। রিয়াদের তরফ থেকে দাবি করা হয় সৌদি আরবে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা ব্যর্থ হওয়ায় তাকে হত্যা করে কর্মকর্তারা। বৃহস্পতিবার সৌদি পাবলিক প্রসিকিউটরের দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পর ধস্তাধস্তির পর হত্যা করা হয় খাশোগিকে। আর দেহ টুকরো টুকরো করে কনস্যুলেটের বাইরে নিয়ে যাওয়া হয়। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারছে না তুরস্ক।

সৌদি ব্যাখ্যার পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাসুভলোগু সাংবাদিকদের বলেন, ‘আমি সন্তুষ্ট হওয়ার মতো মন্তব্য খুঁজে পাচ্ছি না। তারা বলছে এই ব্যক্তি বাধা দেওয়ার কারণে খুন হয়েছে যেখানে এই হত্যা ছিল পূর্বপরিকল্পিত’। ‘আবার তারা বলছে তাকে টুকরো টুকরো করা হয়েছে...কিন্তু এটা স্বতঃস্ফূর্ত ঘটনা হতে পারে না। হত্যার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লোকজন আগেই আনা হয়েছিল আর পরে তাকে টুকরো টুকরো করা হয়,’ বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছিলেন, সৌদি সরকারের ‘সর্বোচ্চ পর্যায়’ থেকে এই হত্যার নির্দেশ দেওয়া হয়েছিলো। প্রেসিডেন্টের সেই বক্তব্যে সুর মিলিয়ে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী রিয়াদের কাছে জানতে চেয়েছেন খাশোগির মরদেহ কোথায় রয়েছে। তিনি বলেন, খুন হওয়া খাশোগির মরদেহ কোথায়। কোথায় ফেলা হয়েছে তা, কোথায় পোড়ানো হয়েছে? এর আগে তুরস্কের তদন্তকারীরা দাবি করেছিলেন খাশোগির মরদেহ এসিডে পুড়িয়ে ফেলা হয়ে থাকতে পারে। এই অনুমান তদন্তের দাবি করেছিলেন তারা। তবে সেই প্রমাণ তুরস্কের কাছে রয়েছে কিনা সেবিষয়ে কোনও মন্তব্য করেননি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

কাসুভলোগু এরদোয়ানের আহ্বানের প্রতিধ্বনি করে বলেন সন্দেহভাজন হত্যাতকারীদের বিচার সৌদি আরবে নয় তুরস্কেই হবে।

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা