X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

যান্ত্রিক ত্রুটির কারণে বোয়িংয়ের বিমান নিজেই নিচে নেমে যায়

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০১৮, ২০:৪৬আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১৫:২৮
image

আমেরিকান এয়ারলাইন্সের একজন মুখপাত্র বুধবার (১৪ নভেম্বর) বলেছেন, বোয়িং কোম্পানির তৈরি ৭৩৭ ম্যাক্স এইট বিমানের একটি বিশেষ বৈশিষ্ট্যের বিষয়ে তারা গত সপ্তাহ পর্যন্ত অন্ধকারে ছিলেন। অটোপাইলট চালু না থাকলেও বিমানের সেন্সর থেকে পাওয়া ত্রুটিপূর্ণ তথ্যের কারণে বিমানটির সম্মুখভাগ স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে যেতে থাকে। এই বৈশিষ্ট্য সম্পর্কে জানা না থাকায় বৈমানিকদের পক্ষে বিমান নিয়ন্ত্রণ করাটা দুরূহ হয়ে দাঁড়ানো স্বাভাবিক। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ২৯ অক্টোবর ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারের একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স এইট বিমান সাগরে বিধ্বস্ত হয়। সেই বিমানটির ব্ল্যাকবক্স থেকেও সেন্সরের ত্রুটিপূর্ণ তথ্য দেওয়ার আভাস পাওয়া গিয়েছিল। এখন আমেরিকান এয়ারলাইন্সের মুখপাত্রের ভাষ্য থেকে জানা যাচ্ছে, পাইলটের নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়ার মতো যান্ত্রিক ত্রুটি বিমানটিতে আসলেই রয়েছে, যা বৈমানিকরা জানতেন না। যান্ত্রিক ত্রুটির কারণে বোয়িংয়ের বিমান নিজেই নিচে নেমে যায়

গত ২৯ অক্টোবর লায়ন এয়ারের বিমান বিধ্বস্ত হওয়ার প্রেক্ষিতে বোয়িং এবং যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন’ (এফএএ) বিমানটির বিষয়ে বিশেষ নির্দেশনা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, বিমানের সেন্সর থেকে ত্রুটিপূর্ণ তথ্য গেলে কমপিউটার বিমানটিকে স্বয়ংক্রিয়ভাবে নিচে নামিয়ে নিতে থাকে, এমন কি যখন অটোপাইলট বন্ধ থাকে তখনও। বোয়িংয়ের দাবি,  বিমানটি যাতে বন্ধ হয়ে না যায় তা নিশ্চিত করতেই না কি এমন ব্যবস্থা যুক্ত করা হয়েছে।

কিন্তু আমেরিকান এয়ারলাইন্সের মুখপাত্র বলেছেন, ‘বোয়িংয়ের সঙ্গে সম্পর্ক আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু তাদের বিমানে যে ‘ম্যানুভারিং ক্যারেক্টারিস্টিক অগমেন্টেশন সিস্টেম’ (এমসিএসি) রয়েছে তা সম্পর্কে আমরা জানতাম না। আমাদেরকে নিশ্চিত করতে হবে, যেন বৈমানিকরা বিমানটির সব বৈশিষ্ট্য সম্পর্কে জানার মতো উপযুক্ত প্রশিক্ষণ পান।’

গত সোমবার ইন্দোনেশিয়ার বিমান দুর্ঘটনার তদন্তকারীরাও একই কথা বলেছিলেন। তাদের ভাষ্য, দুর্ঘটনা যে পরিস্থিতিতে ঘটেছে সে বিষয়ে ফ্লাইট ম্যানুয়ালে কোনও কিছু উল্লেখ করা নেই। যুক্তরাষ্ট্রের বৈমানিকদের সংগঠনের দাবিও একই রকম। তারাও জানতেন না বোয়িং ৭৩৭ ম্যাক্স এইট বিমানে এমন কোনও বৈশিষ্ট্য রয়েছে।

এফএএ ও বোয়িং এখন বিমানটির সফটওয়্যার ও নকশা পরিবর্তন প্রয়োজন কি না সে বিষয়টি খতিয়ে দেখছে।

/এএমএ/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী