X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রাশিয়া ইস্যুতে মুলারের প্রশ্নের জবাব দিচ্ছেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৭ নভেম্বর ২০১৮, ১৪:৪৬আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৪:৪৮

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে চলা বিচার বিভাগীয় তদন্তে করা প্রশ্নের জবাব দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানিয়েছেন, তিনি এ সংক্রান্ত স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারের প্রশ্নের জবাব লেখা শেষ করেছেন।

রাশিয়া ইস্যুতে মুলারের প্রশ্নের জবাব দিচ্ছেন ট্রাম্প ট্রাম্প জানান, এখনও ওই প্রশ্নের জবাব জমা দেওয়া হয়নি। তবে তিনি ‘খুব সহজেই’ প্রশ্নগুলোর উত্তর লিখেছেন।

তিনি বলেন, আইনজীবীরা এসব প্রশ্নের উত্তর লিখে দেননি, বরং তিনি নিজেই লিখেছেন।

প্রশ্নোত্তর প্রস্তুতের কথা বললেও এ সংক্রান্ত তদন্তের কঠোর সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, এ তদন্তে লাখ লাখ ডলার অপচয় করা হয়েছে। এটা কখনও উচিত ছিল না। আর এই প্রশ্নগুলো যারা লিখেছে তাদের ‘সম্ভবত খারাপ উদ্দেশ্য রয়েছে। আমি নিশ্চিত তারা চতুর। তারা মানুষকে আটকে দিতে পছন্দ করে।

এর একদিন আগে বৃহস্পতিবারও এই তদন্তকে ‘একেবারেই বাজে’ বলে আখ্যায়িত করেন ট্রাম্প। এর কদিন আগেই ট্রাম্পের রুশ সংযোগের তদন্ত অব্যাহত রাখার দাবিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেন একদল বিক্ষোভকারী।

সম্প্রতি ট্রাম্প যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস’কে বরখাস্ত করায় ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের পক্ষে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্ত হুমকিতে পড়ে। সমালোচকদের আশঙ্কা, ট্রাম্পের রুশ সংযোগের তদন্তকাজকে ব্যাহত করতেই অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করেছে হোয়াইট হাউস। তার উত্তরসূরি হিসেবে নিয়োগ পাওয়া ম্যাথিউ উইটেকার ইতোপূর্বে এ তদন্তের সমালোচনা করেছিলেন। ফলে বিরোধী ডেমোক্র্যাটদের পাশাপাশি নিজ দল রিপাবলিকান পার্টির একাধিক সদস্যও এ তদন্তের ভবিষ্যৎ নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন। এমন পরিস্থিতিতে ওই তদন্তকাজ বহাল রাখার দাবিতে মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দফতর হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন কয়েক হাজার বিক্ষোভকারী। তার নির্বাচনে রুশ সংযোগ তদন্তের দায়িত্বে থাকা বিশেষ কাউন্সেলর রবার্ট মুলারের সুরক্ষার দাবি জানান।

বিক্ষোভকারীদের দাবি, অ্যাটর্নি জেনারেল পরিবর্তনের মধ্য দিয়ে রুশ সংযোগ তদন্তের কাজ থেকে যেন রবার্ট মুলারকে সরিয়ে দেওয়া না হয়।

রুশ সংযোগ তদন্ত থেকে পার পেতে ব্যর্থতার জন্য নিজের শীর্ষ আইন কর্মকর্তাদের বারবার সমালোচনা করেছেন ট্রাম্প।

২০১৭ সালের মার্চে রুশ সংযোগ তদন্ত নিয়ে ট্রাম্প প্রকাশ্যে বারবার তার আইন কর্মকর্তাদের সমালোচনা করেন। তখন থেকে ট্রাম্পের নির্বাচনি প্রচারণা শিবির ও মস্কোর মধ্যে সম্ভাব্য যোগাযোগের বিষয়ে প্রমাণ অনুসন্ধান শুরু করেন বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার। আইন মন্ত্রণালয়ের তদারকিতে বিস্তৃত এই তদন্তের কারণে ট্রাম্পের কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়। সূত্র: বিবিসি, সিএনএন।

/এমপি/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
যুক্তরাষ্ট্র থেকে পার্সেলে তরুণদের কাছে আসছে কোটি টাকার মাদক
সর্বশেষ খবর
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট