X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গোলান মালভূমিতে ইসরায়েলি কর্তৃত্বের বিরুদ্ধে বিশ্ব, পক্ষে শুধু যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৭ নভেম্বর ২০১৮, ২০:৩২আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২৩:০৫
image

অধিকৃত গোলান মালভূমির ওপর ইসরায়েলি কর্তৃত্বকে অবৈধ ঘোষণা করে জাতিসংঘে আনা খসড়া প্রস্তাবের বিরুদ্ধে এই প্রথমবারের মতো ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র। তার সঙ্গে ছিল শুধু ইসরায়েল। বাকি দেশগুলো হয় ভোট দানে বিরত ছিল (১৪) আর না হয় প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে (১৫১)। বিগত বছরগুলোতে ওই একই প্রস্তাবে ভোট দানে বিরত থাকত যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ আখ্যায়িত করেছে ইসরায়েল। গোলান মালভূমির চেকপোস্টে ইসরায়েলি সেনা

গোলান মালভূমি সিরিয়ার অংশ। ১৯৬৭ সালের যুদ্ধে সেটি দখলে নেয় ইসরায়েল। এক হাজার ২০০ বর্গ কিলোমিটার এলাকার গোলান মালভূমি এখন কার্যত সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি ‘বাফার জোন’ হিসেবে কাজ করে। ১৯৮১ সালে ইসরায়েল গোলান মালভূমিকে তার নিজের অংশ হিসেবে ঘোষণা দিলেও তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়।

এর আগের বছরগুলোতে যতবার ‘অধিকৃত সিরীয় গোলান’ প্রস্তাব উত্থাপিত হয়েছে জাতিসংঘে ততবারই বলা হয়েছে, জাতিসংঘের দৃষ্টিতে গোলান মালভূমির ওপর ইসরায়েলের কর্তৃত্ব অবৈধ। কিন্তু গত বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি নিকি হ্যালি বলে দিয়েছিলেন, এ বছর এ প্রস্তবের বিরোধিতা করবে যুক্তরাষ্ট্র।

হ্যালির ভাষ্য, ‘এবার যখন জাতিসংঘ গোলান মালভূমি সংক্রান্ত তাদের বাৎসরিক অর্থহীন প্রস্তাব উত্থাপন করবে তখন যুক্তরাষ্ট্র অনুপস্থিত থাকবে না। এই প্রস্তাবটি সম্পূর্ণভাবে ইসরায়েলের বিরুদ্ধে। আর তাছাড়া সিরীয় সরকারের অব্যাহতভাবে চলতে থাকা নিপীড়ন এটাই প্রমাণ করে, দেশটি কোনও এলাকা শাসন করার উপযুক্ত নয়।’ আর শেষ পর্যন্ত তাই শুক্রবার (১৬ নভেম্বর) প্রস্তাবের বিপক্ষেই ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভোট না পেলেও প্রস্তাবটি জাতিসংঘের সাধারণ পরিষদে ১৫১টি ভোট পেয়ে পাস করেছে। মোট ১৪টি দেশ ভোট দানে বিরত ছিল। শুধু ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে। আগামী মাসে প্রস্তাবটি জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে গৃহীত হবে।

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রিডম্যান গত সেপ্টেম্বরেই বলেছিলেন, তিনি চান গোলান মালভূমির ওপর চিরকাল ধরে ইসরায়েলের নিয়ন্ত্রণ থাকুক, যাকে সংশ্লিষ্টরা গোলান মালভূমির ওপর ইসরায়েলি দাবির প্রতি মার্কিন স্বীকৃতি হিসেবে দেখেছিলেন।
এদিকে গোলান মালভূমির বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়ে খুশি ইসরায়েল। দেশটির পাবলিক সিকিউরিটি মন্ত্রী গিলাদ এরদান এ সিদ্ধান্তকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ আখ্যা দিয়ে বলেছেন, ‘কোনও মানসিকভাবে সুস্থ মানুষ গোলানকে সিরিয়ার হাতে তুলে দেওয়ার কথা বলতে পারে না।’

/এএমএ/
সম্পর্কিত
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির আলোচনা: উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!