X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

আগাম নির্বাচন ঠেকানোর চেষ্টায় মরিয়া নেতানিয়াহু

বিদেশ ডেস্ক
১৮ নভেম্বর ২০১৮, ১৫:৩৯আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ১৮:১৮

আগাম নির্বাচন ঠেকানোর সর্বশেষ প্রচেষ্টা হিসেবে রবিবার অর্থমন্ত্রী মোসে কাহলোনের সঙ্গে বৈঠক করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষমতাসীন জোট টেকাতে কাহলোনের কুলানু পার্টির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। গত বুধবার (১৪ নভেম্বর) প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের পর ইসরায়েলি সৃষ্ট হয় রাজনৈতিক সংকট। ক্ষমতাসীন জোট রক্ষায় শুক্রবার প্রধানমন্ত্রী ও অপর একটি প্রতিদ্বন্দ্বি জোটের মধ্যকার বৈঠক কোনও চুক্তি ছাড়া শেষ হয়। এরপরই মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক ঘিরে অর্থমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা আলোচিত হচ্ছে। শুক্রবারের ওই বৈঠকে নিজেকে নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ না দেওয়া হলে হাবাইত হায়েহুতি পার্টির নেতা নাফতালি বেন্নেত সরকার থেকে বের হয়ে যাওয়ার হুমকি দেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। নেতানিয়াহু ও কাহলোন
গত সপ্তাহে গাজা উপত্যকায় তুমুল লড়াইয়ের পর হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির জের ধরে পদত্যাগ করেন প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডর লাইবারম্যান। জোট থেকে লাইবারম্যান ও তার দল ইসারায়িল বেইতিয়ুনু পার্টির পদত্যাগের পর পার্লামেন্ট নেসেটে এক মাত্র আসনে সংখ্যাগরিষ্ঠতার সরকারের নেতা হয়ে পড়েন নেতানিয়াহু।

শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করা বেন্নেত’র পার্টি ক্ষমতাসীন জোটের তৃতীয় সর্বোচ্চ বড় দল। জোট থেকে তার দল বেরিয়ে গেলে নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা অকার্যকর হয়ে পড়বে। বেন্নেত আগাম নির্বাচনের আহ্বান জানালেও তার বিরোধীতা করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। অর্থমন্ত্রী কাহলোনও বলেছেন, ক্ষমতাসীন জোট কার্যকর থাকবে বলে মনে করেন না তিনি। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আইন অনুযায়ী ২০১৯ সালের নভেম্বরের আগে নির্বাচন হওয়ার কথা নয়।

ইসরায়েলের বর্তমান সরকার ক্ষমতায় এসেছে ২০১৫ সালের মার্চ মাসে। জাতীয়তাবাদী ও ধর্মীয় দলগুলোর সমন্বয়ে গড়ে ওঠা জোট সরকার গঠন করে। জোটের দলগুলোর অনেকেই ফিলিস্তিনিদের বিষয়ে কঠোর মনোভার পোষণ করে। দখলদারিত্বের পক্ষেও তাদের ভূমিকা জোরালো।

ইসরায়েলের সব সরকারই জোটগতভাবে ক্ষমতা ভাগাভাগি করে। কারণ দেশটির সাংবিধানিক ব্যবস্থা আনুপাতিক প্রতিনিধিত্বকেই স্বীকৃতি দেয়। ফেলে কোনও একক দল সরকার গঠন করতে পারে না।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগাম নির্বাচন না চাইলেও সাম্প্রতিক জরিপগুলো বলেছে মন্ত্রীদের মধ্যে তিনিই সবচেয়ে জনপ্রিয়। তার দল লিকুদ পার্টিও সবচেয়ে জনিপ্রিয় দল।

তবে দেশটির সংবিধান অনুযায়ী লিকুদ পার্টি সংখ্যাগরিষ্ঠ দল হলেও তার এককভাবে ক্ষমতায় থাকার সুযোগ নেই। অন্য দলগুলো যদি তাদের ছাড়াই সংখ্যাগরিষ্ঠ জোট গঠন করতে পারে তাহলে তারাই সরকার গঠন করবে।

চারটি নির্বাচনে জয়ী হয়েছেন নেতানিয়াহু। ২০১৯ সালের ৩১ মে পর্যন্ত ক্ষমতায় থাকতে পারলে ইসরায়েলের প্রতিষ্ঠাতা জনক ডেভিড বেন-গুরিয়নকে ছাড়িয়ে তিনিই হবেন দেশের দীর্ঘ সময় ধরে টিকে থাকা প্রধানমন্ত্রী।

গত রবিবার (১১ নভেম্বর) ইসরায়েলের একটি গোপন ইউনিট গাজায় অনুপ্রবেশ করে। ২০০৭ সালের এক বৈধ নির্বাচনের পর গাজার ক্ষমতায় রয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস। ইসরায়েল সংগঠনটিকে অবৈধ বলে বিবেচনা করে থাকে। ইসরায়েলি ট্যাঙ্ক এবং বিমান থেকে গাজায় গুলি বর্ষণ শুরু হলে সাত ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা ও এক ইসরায়েলি কমান্ডো নিহত হয়।

এর জের ধরে পরের ৪৮ ঘণ্টায় হামাস ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ৪৬০টি রকেট ছোঁড়ে। ২০১৪ সালের হামাস-ইসরায়েল যুদ্ধের পর সবচেয়ে তীব্র লড়াইয়ে ইসরায়েলের তরফ থেকে চালানো হয় ১৬০টি বিমান হামলা। পরের এই লড়াইয়ে আরও সাত ফিলিস্তিনি ও এক ইসরায়েলি নিহত হয়। মঙ্গলবার (১৩ নভেম্বর) মিসরীয় মধ্যস্ততায় হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়।

লাইবারম্যান ও বেন্নেত দুজনেই ইসরায়েলি সিদ্ধান্তের বিরোধীতা করেন। তাদের মতে এটা হামাসের কাছে আত্মসমর্পণ।  নিজের অবস্থানকে অচল বলে জানিয়ে পদত্যাগ করেন প্রতিরক্ষামন্ত্রী লাইবারম্যান। আর আবারও ইসরায়েলকে জয়ী করতে বেন্নেত নিজে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার দাবি তোলেন।

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব: নেতানিয়াহু
যেকোনও ইসরায়েলি হামলা মোকাবিলায় প্রস্তুত সেনাবাহিনী: ইরান
সর্বশেষ খবর
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
সর্বাধিক পঠিত
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি