X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জাতিসংঘের আহ্বানে সৌদি জোটবিরোধী হামলা স্থগিত হুথিদের

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০১৮, ১৫:১৩আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৫:১৫

জাতিসংঘের আহ্বানে সৌদি জোটের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা স্থগিতের ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এর আগে ইয়েমেনের প্রধান বন্দরনগরী হুদাইদায় হুথিদের বিরুদ্ধে লড়াই স্থগিতের ঘোষণা দেয় সৌদি জোট। এরপরই জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে অনুরূপ ঘোষণা আসে হুথিদের পক্ষ থেকে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

জাতিসংঘের আহ্বানে সৌদি জোটবিরোধী হামলা স্থগিত হুথিদের ইয়েমেনে রক্তক্ষয়ী সামরিক অভিযান চালানো সৌদি জোটে থাকা সংযুক্ত আরব আমিরাত এবং রিয়াদের ইয়েমেনি মিত্র বাহিনীর ওপরও হামলা স্থগিতের ঘোষণা দিয়েছে হুথিরা।

ইরান সমর্থিত শিয়াপন্থী হুথিদের সর্বোচ্চ বিপ্লবী কমিটির প্রধান মোহাম্মদ আলি আল হুতি এক বিবৃতিতে হামলা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে জাতিসংঘ দূতের আহ্বানে আগ্রাসী দেশগুলোর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থামানোর সিদ্ধান্ত ঘোষণা করছি।’

এর আগে গত সেপ্টেম্বরে হুথিরা না আসায় জাতিংঘের একটি ইয়েমেন শান্তি আলোচনার উদ্যোগ ভেস্তে যায়। তবে ওই দফায় ব্যর্থ হলেও হাল ছাড়েননি ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথস। তিনি শান্তি আলোচনাকে সঠিক পথে ধাবিত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। ২০১৮ সালের মধ্যেই সুইডেনে ইয়েমনের বিবদমান পক্ষগুলোকে নিয়ে আলোচনার টেবিলে বসতে চাইছেন তিনি। যুদ্ধ থামানোকেই এ আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি’র মতে, শুধু নভেম্বরের ৩ থেকে ১২ তারিখের মধ্যে সৌদি যুদ্ধ জোটের হামলায় ইয়েমেনে ৬০০ হুথি নিহত হয়েছে। গত তিন বছর ধরে যুদ্ধ চলতে থকায় দেশটিতে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। জনগণ দুর্ভিক্ষের আশঙ্কার মধ্যে রয়েছে। সৌদি জোটের বিমান হামলায় দেশটির হাজার হাজার মানুষের মৃত্যুর পাশাপাশি ধ্বংস হয়েছে হাসপাতাল, ক্লিনিকের মতো স্থাপনা। তার ওপর হুদাইদা বন্দরকে কেন্দ্র করে যুদ্ধ চলতে থাকায় খাদ্য, জ্বালানি, ওষুধের মতো প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করা দুরুহ হয়ে পড়ছে। অথচ দেশটির উত্তর অংশে থাকা জনগণের জন্য ত্রাণ পৌঁছাবার ক্ষেত্রে হুদাইদাই একমাত্র পথ। উত্তর ইয়েমেনেই দেশটির মোট জনসংখ্যার ৮০ শতাংশের বাস।

বৃহস্পতিবার আন্তর্জাতিক চাপের প্রেক্ষিতে সৌদি আরবের নেতৃত্বাধীন যুদ্ধ জোট শান্তি আলোচনার পথ তৈরির জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত নেয়। আন্তর্জাতিক সংস্থাগুলো যেন খাবার পৌঁছাতে পারে এবং বেসামরিকদের নিরাপদে সরিয়ে আনতে পারে সেজন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সামরিক বাহিনী বেসামরিকদের সরিয়ে নেওয়ার জন্য নিরাপদ পথ তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের সহায়তায় ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে হামলা চালিয়ে আসছে। তাদের উদ্দেশ্য, দেশটির আন্তর্জাতিকভাবে বৈধ হিসেবে স্বীকৃত প্রেসিডেন্ট আবু রাব্বু মানসুর হাদির সরকারকে স্থিতিশীল করা। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা হাদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে।এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ১০ হাজার মানুষ নিহত হয়েছেন। সূত্র: আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা