X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

পুরুষ সমকামীদের নিয়ে বই লেখায় চীনা লেখিকার ১০ বছরের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০১৮, ১৬:২১আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৬:২৫
image

চীনের আদালত পুরুষ সমকামীদের যৌন জীবনের খোলামেলা বর্ণনার ভিত্তিতে লেখা একটি বইয়ের লেখিকাকে অশ্লীলতার দায়ে ১০ বছরে কারাদণ্ড দিয়েছে। এই রায়ে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকে সমালোচনায় মুখর হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যেখানে শিশুদের বন্দি করে রাখার মতো অভিযোগে অভিযুক্তের মাত্র দেড় বছরের কারাদণ্ড হয় সেখানে সমকামীদের যৌন জীবনের ওপর বই লেখার দায়ে কীভাবে ১০ বছরের কারাদণ্ড হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। প্রতীকী ছবি

চীনা লেখিকা লিউ বইটি নিজেই প্রকাশ করেছেন। বইটি সাত হাজার কপির বেশি বিক্রি হয়েছে। এতে তার আয় হয়েছে প্রায় ২১ হাজার ডলার। অশ্লীল লেখা বিক্রি করে অর্থ উপার্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। চীনের আনহুই প্রদেশের উহু কাউন্টির একটি আদালত গত ৩১ অক্টোবর লিউকে ১০ বছর কারাদণ্ডের সাজা দেয়।

কিন্তু চীনা আদালতের এই রায় নিয়ে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকে সমালোচনায় মুখর হয়েছেন এবং এমন কড়া শাস্তি দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, এর চেয়ে অনেক বড় অভিযোগে অনেক কম সাজা দেওয়ার নজির রয়েছে।

একজন ব্যবহারকারী ২০১০ সালের একটি প্রতিবেদনের তথ্য তুলে ধরে বলেছেন, শিশুদের বন্দি করে রাখার মতো অমানবিক অপরাধের জন্য অভিযুক্তকে মাত্র ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিনি প্রশ্ন করেছেন, ‘কেন চীনের মতো এতো বিশাল বড় দেশ যৌনতা শব্দটিই সহ্য করতে পারে না?’ আরেকজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এই ঘটনা এবং এ সংক্রান্ত আইনের উপস্থিতি দেখে আমার মনে হচ্ছে, সমকামিতাকে বৈধ করাতে চীনে হাজার বছর লেগে যাবে।’

চীন পর্নগ্রাফির বিরুদ্ধে অবস্থান নিয়েছে বেশ আগে থেকেই। কিন্তু সম্প্রতি আইন প্রয়োগের ক্ষেত্রে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে দেশটি। কিন্তু মার্কিন সংবাদমাধ্যম ফরেন পলিসি মনে করে, চীন আসলে সমকামিতা নিয়ে তেমন কোনও উচ্চবাচ্য করতে চায় না। তাদের রাষ্ট্রীয় নীতি হচ্ছে, ‘সমকামিতাকে প্রচার না করা, উৎসাহ না দেওয়া বা নিরুৎসাহিতও না করা।’ সরকারি আদেশ-ঘোষণায় সমকামিতার প্রসঙ্গ প্রায় থাকে না বললেই চলে।

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবো গত ১৩ এপ্রিল প্ল্যাটফরমটিতে ‘আপত্তিকর কন্টেন্ট’ নিষিদ্ধ করার ঘোষণা দিলেও মাত্র কয়েকদিনের মাথায় সে সিদ্ধান্ত থেকে সরে যায়। কারণ ব্যবহারকারীরা এ সিদ্ধান্তের সমালোচনায় মুখর হয়ে উঠেছিল। ফরেন পলিসি মন্তব্য করেছে, উইবো যে এভাবে সিদ্ধান্ত পাল্টাতে পেরেছে তার কারণ সমকামিতার বিষয়ে চীনা সরকারের তেমন কিছু বলার না থাকলেও জনগণের বলার আছে। আর সেই চাপে পড়েই উইবো সিদ্ধান্ত পরিবর্তন করেছে।

চীনকে সমকামীদের অনুষ্ঠান বাতিল করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে দেখা গেছে। কখনও কখনও অনুষ্ঠানস্থল পরিবর্তনেও বাধ্য করেছে তারা। ফরেন পলিসি মনে করে, চীনের সাংবাদিকদের মধ্যে বেশ উল্লেখযোগ্য সংখ্যক সমকামী পুরুষ রয়েছে।

/এএমএ/
সম্পর্কিত
দক্ষিণ চীনে বন্যা, সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ মানুষকে
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
সর্বশেষ খবর
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট