X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেলেন সিএনএন-এর সেই সাংবাদিক

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০১৮, ১৫:২১আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৫:৩৮
image

অবশেষে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর রিপোর্টার জিম অ্যাকোস্টার হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি পুনর্বহাল করেছে ট্রাম্প প্রশাসন। প্রায় দুই সপ্তাহ আগে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর তার প্রবেশাধিকার প্রত্যাহার করা হয়েছিল। তবে সম্প্রতি জিম অ্যাকোস্টাকে হোয়াইট হাউসে প্রবেশের অনুমতিপত্র ফিরিয়ে দিতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দেন আদালত। আর তার কয়েকদিনের মাথায় ট্রাম্প প্রশাসন জানালো, অ্যাকোস্টা হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবেন। তবে পরবর্তী সংবাদ সম্মেলনগুলোতে অংশগ্রহণকারী সাংবাদিকদের জন্য বেশ কিছু নতুন নিয়ম বেঁধে দিয়েছে হোয়াইট হাউস।

জিম অ্যাকোস্টা
গত ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সার্বিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে উপস্থিত হয়ে সিএনএন’র হোয়াইট হাউস বিষয়ক প্রধান প্রতিবেদক জিম অ্যাকোস্টা অভিবাসী ইস্যুতে ট্রাম্পকে প্রশ্ন করেন। এ প্রশ্ন থেকেই দুজনের মধ্যে বিতর্কের সূত্রপাত হয়। সংবাদ সম্মেলনের ভিডিওতে দেখা গেছে-জিম অ্যাকোস্টা অভিবাসী ইস্যুতে ট্রাম্পকে প্রশ্ন করলে ট্রাম্প বলেন,‘আমাকে রাষ্ট্র চালাতে দিন,আপনি সিএনএন চালান এবং আপনি যদি এটি করতে পারেন তাহলে আপনার মানদণ্ড অনেক উপরে উঠবে।’ এরপর অ্যাকোস্টা আরেকটি প্রশ্ন করার ইচ্ছা পোষণ করলে ট্রাম্প বলেন,‘যথেষ্ট হয়েছে।’ এরপর অ্যাকোস্টার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়ার নির্দেশ দেন ট্রাম্প। এ সময় ট্রাম্প তাকে ‘উদ্ধত’ ও ‘ভয়ঙ্কর’ ব্যক্তি আখ্যা দিয়ে বলেন,‘সিএনএন-এর হয়ে আপনার কাজ করা উচিত নয়। আপনাকে নিয়ে তদের লজ্জাবোধ করা উচিত।’ পরে অ্যাকোস্টার প্রেস পাস বাতিল করে হোয়াইট হাউস। গত ১৬ নভেম্বর জিম অ্যাকোস্টার প্রবেশাধিকারের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে প্রেস পাস ফিরিয়ে দিতে নির্দেশ দেয় ওয়াশিংটনের আদালত।

সোমবার (১৯ নভেম্বর) হোয়াইট হাউস ঘোষণা করেছে, অ্যাকোস্টার হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি পুনর্বহাল করা হচ্ছে। তবে হোয়াইট হাউসে পরবর্তী সংবাদ সম্মেলনগুলোতে সাংবাদিকদের জন্য কিছু নিয়ম কানুন নিধৃারণ করে দেওয়া হয়েছে। এর একটি হলো, হোয়াইট হাউসের সম্মেলনে কোনও সাংবাদিক একাধিক প্রশ্ন করতে পারবেন না। ট্রাম্প সতর্ক করেছেন, যদি পরবর্তী সংবাদ সম্মেলনগুলোতে সাংবাদিকরা নিয়ম না মানে তবে সম্মেলন বর্জন করবেন তিনি।

হোয়াইট হাউস থেকে সিএনএন-কে পাঠানো এক চিঠিতেও হুমকি দেওয়া হয়েছে যে, অ্যাকোস্টা যদি নতুন নিয়ম অনুসরণ না করেন তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

/এফইউ/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
সর্বশেষ খবর
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা