X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১
খাশোগি হত্যা

সৌদি আরবের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেবেন না ট্রাম্প

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০১৮, ০৮:৪৭আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ০৮:৫১

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে ভালোভাবে জেনে থাকতে পারেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র সৌদি আরবের ‘অবিচল সহযোগী’ থাকবে বলেও এক বিবৃতিতে জানান তিনি। মঙ্গলবার হোয়াইট হাউসের ওই বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘জামাল খাশোগির হত্যাকাণ্ড ঘিরে থাকা সব সত্য আমরা হয়তো কখনওই জানতে পারবো না। যা কিছুই ঘটুক আমাদের সম্পর্ক সৌদি আরবের সঙ্গে’।

সৌদি আরবের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেবেন না ট্রাম্প

সৌদি আরবের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপে মার্কিন আইন প্রণেতাদের চাপ সত্ত্বেও প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন, দেশটির সঙ্গে সামরিক সম্পর্ক ছিন্ন করার ইচ্ছাই তার নেই। তিনি বলেন, ‘আমরা যদি বোকার মতো এসব চুক্তি বাতিল করি তাহলে রাশিয়া ও চীন বিপুল লাভবান হতে পারে’।

কয়েকদিন আগে মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সৌদি যুবরাজের নির্দেশেই খাশোগিকে হত্যা করা হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছেছে মার্কিন তদন্ত সংস্থা সিআইএ। তবে হোয়াইট হাউসের বিবৃতির পর মঙ্গলবার ট্রাম্প বলেছেন, সিআইএ’র ধারণা ‘সুনির্দিষ্ট’ নয়।

দ্বিতীয় বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গত ২ সেপ্টেম্বর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে গিয়ে হত্যার শিকার হন খাশোগি। ওয়াশিংটন পোস্টের কলাম লেখক খাশোগি সৌদি সরকারের কঠোর সমালোচক ছিলেন। যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় নির্বাসিত এই সাংবাদিক সৌদি ফেরার বিষয়ে রিয়াদের চাপ অগ্রাহ্য করে আসছিলেন। প্রথমে খাশোগিকে হত্যার কথা অস্বীকার করে আসলেও তুরস্কের কর্তৃপক্ষ অব্যাহতভাবে সৌদি আরবের উচ্চ পর্যায়ের নির্দেশে খাশোগিকে হত্যার বিভিন্ন প্রমাণ হাজির করতে থাকে। একপর্যায়ে সৌদি কর্তৃপক্ষ হত্যার কথা স্বীকার করলেও বিভিন্ন পর্যায়ে স্ববিরোধী ব্যাখ্যা হাজির করতে থাকে। সৌদি আরবের ডেপুটি পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন, খাশোগি হত্যায় জড়িত পাঁচজনের মৃত্যুদণ্ড চেয়েছেন তারা। সাংবাদিকদের তিনি বলেন, খাশোগির দেহ টুকরো টুকরো করে কনস্যুলেট থেকে সরিয়ে ফেলার ওই অভিযানের বিষয়ে সৌদি যুবরাজ কিছুই জানতেন না।

সাম্প্রতিক খবরগুলোতে দেখা যায়, খাশোগি হত্যায় সৌদি যুবরাজকে দায়ী করতে মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্য উদ্যোগ নিচ্ছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সিনেটরদের একটি দ্বিদলীয় দল খাশোগি হত্যাকাণ্ড ও ইয়েমেনে ভয়ানক যুদ্ধের জন্য সৌদি আরবকে শাস্তির মুখোমুখি করতে আইন প্রয়োগের কথা বলেছেন। খাশোগি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ১৭ ব্যক্তির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পর এই পদক্ষেপ নিলেন তারা। ওই নিষেধাজ্ঞায় সৌদি যুবরাজকে অন্তর্ভূক্ত না করায়ও অনেক সিনেটর ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা।

মঙ্গলবারের বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘কয়েকজন কংগ্রেস সদস্য ভিন্ন দিকে যেতে চাইছেন আর তিনি সে বিষয়ে সতর্ক রয়েছেন। তবে তারা ওই কাজ করার ব্যাপারে স্বাধীন’। তিনি বলেন, ‘যে ধারণাই দেওয়া হোক আমি তা বিবেচনা করবো কিন্তু সেগুলোকে নিশ্চিতভাবে আমেরিকার নিরাপত্তা ও সুরক্ষার সঙ্গে সঙ্গত হতে হবে’। ট্রাম্প বলেন, ‘ইরানের বিরুদ্ধে খুব গুরুত্বপূর্ণ লড়াইয়ে সৌদি আরব আমাদের বড় মিত্র। আমাদের দেশ, ইসরায়েল ও এই অঞ্চলে আমাদের অন্য সব মিত্রের স্বার্থ নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র সৌদি আরবের অবিচল অংশীদার থাকার ব্যাপারেই আগ্রহী’। 

/জেজে/আরএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
সর্বশেষ খবর
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট