X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ইয়েমেনে অপুষ্টিতে ভুগে ৮৫ হাজার শিশুর মৃত্যু হয়েছে: সেভ দ্য চিলড্রেন

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০১৮, ০৯:৫৩আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ০৯:৫৮
image

ইয়েমেনে তিন বছরের গৃহযুদ্ধে প্রচণ্ডরকমের অপুষ্টিতে ভুগে প্রাণ হারাতে হয়েছে ৮৫ হাজার শিশুকে। শিশুদের অধিকার আদায়ের জন্য কাজ করা আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেনের নতুন এক প্রতিবেদন থেকে এ পরিসংখ্যান জানা গেছে। গৃহযুদ্ধকে কেন্দ্র করে খাবারের দাম বৃদ্ধি ও দেশের মুদ্রার মূল্যমানের পতন হওয়ায় আরও অনেক পরিবার খাদ্যের অনিশ্চয়তায় রয়েছে বলেও সতর্ক করেছে সংগঠনটি।

ইয়েমেনে অপুষ্টিতে ভোগা শিশু
২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর প্রতি অনুগত সেনা সদস্যদের সঙ্গে একজোট হয়ে সানাসহ দেশের বড় একটি অংশ নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকেই বিভিন্ন সংঘাতে বিধ্বস্ত হয়ে পড়ে ইয়েমেন। ২৬ মার্চ ২০১৫ থেকে ইয়েমেনে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুর হাদির কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করার প্রচেষ্টার অংশ হিসেবে এ বিমান অভিযান পরিচালনা করা হয়। এর আগে দেশজুড়ে ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের উত্থানের মুখে দেশ ছাড়েন মানসুর হাদি। ইয়েমেনে সৌদি বিমান হামলা শুরুর পর ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। ঘরহারা হয়েছে কয়েক লাখ মানুষ।

সেভ দ্য চিলড্রেনের নতুন প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৫ সালের এপ্রিল থেকে ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৮৪ হাজার ৭শ’ শিশুর প্রাণহানি হয়েছে। জাতিসংঘের তৈরি করা পরিসংখ্যানের ভিত্তিতে চরম অপুষ্টি নিয়ে পাঁচ বছরের কম বয়সী শিশুদের বিনা চিকিৎসায় মৃত্যুর এ হার নির্ধারণের কথা জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংগঠনটি। গৃহযুদ্ধে বিভিন্ন এলাকা অবরুদ্ধ হয়ে পড়ার কারণে ইয়েমেনের আরও অনেক মানুষ দুর্ভিক্ষের কবলে পড়ার হুমকিতে রয়েছে বলে সতর্ক করেছে সেভ দ্য চিলড্রেন। খাদ্য আমদানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হুদাইদাহ বন্দরের চারপাশে প্রচণ্ড লড়াই চলতে থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে।

একসময় ইয়েমেনের মোট খাদ্য আমদানির ৯০ শতাংশই হুদাইদাহ বন্দর দিয়ে আসতো। বন্দরটি বর্তমানে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, এ বন্দর দিয়ে বাণিজ্যিক আমদানির পরিমাণ এক মাসে ৫৫ হাজার মেট্রিক টন কমেছে। ৪৪ লাখ মানুষের খাদ্য চাহিদা মেটানোর জন্য তা যথেষ্ট ছিল। এর মধ্যে ২২ লাখ শিশু রয়েছে।

পূর্ববর্তী বিভিন্ন গবেষণার ভিত্তিতে সেভ দ্য চিলড্রেনের প্রতিবেদনে সতর্ক করা হয়, যদি প্রচণ্ড অপুষ্টিতে ভোগা শিশুদের চিকিৎসা না দেওয়া হয় তবে বছরে প্রায় ২০-৩০ শতাংশ শিশু প্রাণ হারাবে। 

 

/এফইউ/
সম্পর্কিত
যেকোনও ইসরায়েলি হামলা মোকাবিলায় প্রস্তুত সেনাবাহিনী: ইরান
ইরানের ওপর আসতে পারে আরও নিষেধাজ্ঞা
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
সর্বশেষ খবর
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি