X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দেশের ভেতর আবর্জনা পাচারের অভিযোগে চীনে গ্রেফতার পাঁচ শতাধিক

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০১৮, ১১:০৬আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১১:০৯

দেশের মধ্যে আবর্জনা পাচারের অভিযোগে এই বছরের প্রথম ১০ মাসে ৫৭৬ জনকে গ্রেফতার করেছে চীন। নিম্নমানের আবর্জনা আমদানির ওপর নিষেধাজ্ঞা কার্যকর করার অংশ হিসেবে দেশটি এই উদ্যোগ নিয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ঝিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশের ভেতর আবর্জনা পাচারের অভিযোগে চীনে গ্রেফতার পাঁচ শতাধিক

চীন আগে বিশ্বের বেশিরভাগ আবর্জনার আমদানিকারক দেশ ছিল। ২০১৫ সালে দেশটি ৪ কোটি ৭০ লাখ টন আবর্জনা আমদানি করে। ১৯৮০’র দশক থেকে চীনের এই আবর্জনা আমদানির ওপর ভিত্তি করে উপকূলীয় অঞ্চলে ছোট আকারের শত শত কারখানা গড়ে উঠেছে। এসব কারখানায় বিভিন্ন জিনিস পুনর্ব্যবহারের উপযোগী করা হয়ে থাকে। কিন্তু বর্তমানে দেশটির সরকার নিজেদের আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিয়েছে। নিম্নমানের আবর্জনা আমদানি করা হলে সেই লক্ষ্য ব্যাহত হবে। এ কারণেই আবর্জনাবিরোধী অবস্থান নিয়েছে চীন। 

মঙ্গলবার ঝিনহুয়ার খবরে বলা হয়, এবছর মোট ১৪ লাখ ৬০ হাজার টন আবর্জনা পাচার করে দেশে নিয়ে আসার ঘটনায় ৪১২টি ফৌজদারি মামলা দায়েল করা হয়েছে। এবছর চীন পরিচ্ছন্নতা অভিযানকে অগ্রাধিকার দিয়েছে। এরই অংশ হিসেবে দেশটির শুল্ক বিভাগ অভিযান চালিয়ে বিদেশ থেকে দেশের মধ্যে পাচার করে নিয়ে আসা আবর্জনার বিরুদ্ধে অভিযান শুরু করে। এই অভিযানেই ৫৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

চীন গত বছর বিশ্ব বাণিজ্য সংস্থাকে বলেছে, তারা প্লাস্টিকসহ ২৪ ধরনের পুনর্ব্যবহার উপযোগী আবর্জনা নিষিদ্ধ করতে যাচ্ছে। এছাড়া পর্যায়ক্রমে অন্যান্য আবর্জনা আমদানিও বন্ধ করা হবে। আর এই সপ্তাহে দেশটি জানিয়েছে, তারা হার্ডওয়্যার, জাহাজ, গাড়ির যন্ত্রাংশ ও মরিচারোধী ইস্পাতসহ আরও ৩২ ধরনের আবর্জনা আমদানি নিষিদ্ধ করবে। আগামী ৩১ ডিসেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।   

চীন আমদানি নিষিদ্ধ করায় ইউরোপ ও যুক্তরাষ্ট্র দক্ষিণ-পূর্ব এশিয়ায় আবর্জনা পাঠানোর বিকল্প দেশের সন্ধান করছে।

/আরএ/
সম্পর্কিত
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
ট্রাম্প বা বাইডেন যে-ই জিতুন মার্কিন সমর্থন অপরিবর্তিত থাকবে, আশা তাইওয়ানের
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি